অরুণকান্তি কে গো যোগী ভিখারী
নীরবে হেসে দাঁড়াইলে এসে
প্রখর তেজ তব নেহারিতে নারি ৷৷
রাস বিলাসিনী আমি....
Song details
Song -অরুণকান্তি কে গো যোগী ভিখারী
Singers - Chomba Bonik
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
অরুণকান্তি কে গো যোগী ভিখারী
নীরবে হেসে দাঁড়াইলে এসে
প্রখর তেজ তব নেহারিতে নারি ৷৷
রাস বিলাসিনী আমি আহিরিণী
শ্যামল কিশোর রূপ শুধু চিনি ,
অম্বরে হেরি আজ একি জ্যোতিঃপুঞ্জ
হে গিরিজাপতি ! কোথা গিরিধারী
সম্বর সম্বর মহিমা তব , হে ব্রজেশ ভৈরব , আমি ব্রজবালা ,
হে শিব সুন্দর ,বাঘছাল পরিহর , ধর নটবর-বেশ পর নীপ-মালা ৷৷
নব মেঘ-চন্দনে ঢাকি অঙ্গজ্যোতিঃ
প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবন-পতি
পার্ব্বতী নহি আমি শ্রীমতী ,
বিষাণ ফেলিয়া হও বাঁশরী-ধারী ৷৷