অনাদির আদি শ্রীকৃষ্ণনিধি | Anadir Adi Srikrishno Nidhi
অনাদির আদি শ্রীকৃষ্ণনিধি
তাঁর কি আছে কভু গোষ্ঠখেলা।
ব্রহ্মরূপে সে অটলে বসে
লীলাকারী তাঁর...
অনাদির আদি শ্রীকৃষ্ণনিধি
তাঁর কি আছে কভু গোষ্ঠখেলা।
ব্রহ্মরূপে সে অটলে বসে
লীলাকারী তাঁর...
অনুরাগ নইলে কি সাধন হয়।
সে তো শুধু মুখের কথা নয়।।
বনের পশু...
অপারের কাণ্ডার নবিজী আমার
ভজন সাধন বৃথা গেল আমার নবি না চিনে।
নবি...
অবোধ মন তোরে আর কী বলি।
পেয়ে ধন সে ধন সব হারালি।।
মহাজনের...
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি...
আছে আদি মক্কা এই মানব দেহে
দেখ না রে মন ভেয়ে।
দেশ দেশান্তর...
আছে ভাবের তালা যেই ঘরে
সেই ঘরে সাঁই বাস করে।।
ভাব দিয়ে খোল...
আছে যার মনের মানুষ মনে তোলা
সে কি জপে অন্য মালা।
অতি নির্জনে...
আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই।
হাত বানানো চুল দাড়ি জট
কোন ভাবুকের ভাব...
আজব আয়না মহল মণি গভীরে।
সেথা সতত বিরাজে সাঁইজী মেরে।।
পূর্বদিকে রত্নবেদি
তার উপরে...
আপন ঘরের খবর নে না।
অনা’সে দেখতে পাবি
কোনখানে সাঁইর বারামখানা।।
কমলকোঠা কারে বলি
কোন...
আপন মনের বাঘে যারে খায়।
কোনখানে পালালে বাঁচা যায়।।
বন্ধ ছন্দ করিরে এঁটে
ফস...
আপন সুরতে আদম গঠলেন দয়াময়।
তা নইলে কি ফেরেশতারে
সেজদা দিতে কয়।।
দুষে সে...
আপনার আপনি ফানা হলে
সে ভেদ জানা যাবে।
কোন নামে ডাকিলে তারে
হৃদাকাশে উদয়...
আপনারে আপনি চিনিনে ।
দিন দোনের পর যার নাম অধর
তারে চিনবো কেমনে।।
আপনারে...
আমার ঘর খানায় কে বিরাজ করে।
জনম ভরে একদিনও তারে দেখলাম না...
আমার ঘরের চাবি পরেরই হাতে।
কেমনে খুলিয়া সে ধন দেখবো চক্ষেতে।।
আপন ঘরে...
আমার প্রাণবন্ধু আসিয়া, কাছেতে বসিয়া
নয়নের জল আমার মুছিয়া দিবে
এমন সুদিন আমার...
বুঝবি রে গৌরপ্রেমের কালে
আমার মতো প্রাণ কাঁদিলে।
দেখা দিয়ে গৌর ভাবের শহর
আড়ালে লুকালে।।
যেদিনে হতে গৌর হেরেছি
আমাতে...
আমারে কি রাখবেন গুরু চরণদাসী।
ইতরপনা কার্য আমার ঘটে অহর্নিশি।।
জঠর যন্ত্রণা পেয়ে
এসেছিলাম...
আমি ঐ চরণে দাসের যোগ্য নই।
নইলে মোর দশা কি এমন হয়।।
ভাব...
আমি জানিতে চাই দয়াল তোমার
আসল নামটি কি
আমরা বহুনামে ধরাধামে
কত রকমে ডাকি...
আমি মন মন্দিরে পূজা দেব
সত্যম শিবম অনন্তম
আমি দেল কাবাতে নামাজ পড়ব
আল্লাহ হু-আকবর … হু-আকবর।।...
আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা।
মুড়িয়ে মাথা গলে কাঁথা
কটিতে কৌপীন...
আর আমারে মারিসনে মা।
বলি মা তোর চরণ ধরে
ননী চুরি আর করবো...
আল্লাহ কে বোঝে তোমার অপার লীলে।
আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে।।
নিরাকারে তুমি...
আল্লাহ বলো মন রে পাখী।
ভবে কেউ কারো নয় দুঃখের দুখী।।
ভুলো না...
আহাদে আহাম্মদ এসে
নবি নাম কে জানালে।
যে তনে করিলে সৃষ্টি
সে তন কোথায়...
এ গোকুলে শ্যামের প্রেমে
কেবা না মজেছে সখী।
কারো কথা কেউ বলে না
আমি...
এই দেশেতে এই সুখ হলো
আবার কোথায় যাই না জানি।
পেয়েছি এক ভাঙ্গা...
এই পদ্মা, এই মেঘনা,
এই যমুনা সুরমা নদী তটে
আমার রাখাল মন, গান গেয়ে যায়
আমার রাখাল মন, গান গেয়ে...
এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে
যখন নগদ তলব তাকিত...
এই মানুষে সেই মানুষ আছে
কতো মুনি ঋষি যোগী তপস্বী
তারে খুঁজে বেড়াচ্ছে।।
জলে...
এক ফুলে চার রঙ ধরেছে।
সে ফুলে ভাব নগরে
কি শোভা করেছে।।
কারণবারির মধ্যে...
এক ফুলের মর্ম জানতে হয়
যে ফুলে অটল বিহারী
বলতে লাগে ভয়।।
ফুলে মধু...
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার
কেন বান্ধ দালান ঘররে মন আমার
কেন...
এমন দিন কি হবে রে আর।
খোদা সেই করে গেল
রসুল রূপে অবতার।।
আদমের...
এমন মানব জনম আর কি হবে।
মন যা কর ত্বরায় কর এই...
এমন সৌভাগ্য আমার কবে হবে
দয়াল চাঁদ আসিয়ে মোরে পার করে নিবে।।
সাধনের...
এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলমপনা তুমি।
ডুবায়ে ভাসাইতে পার
ভাসায়ে কিনার দাও কারো।
এস হে প্রভু নিরঞ্জন ।
এ ভব তরঙ্গ দেখে
আতঙ্কেতে যায় জীবন।।
তুমি ভক্তি...
এসব দেখি কানার হাট বাজার
বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা...
এসো দয়াল আমায় পার কর ভবের ঘাটে।
দেখে ভবনদীর তুফান
ভয়ে প্রাণ কেঁপে...
এসো হে অপারের কাণ্ডারি ।
পড়েছি অকূল পাথারে
দাও এসে চরণতরী।।
প্রাপ্ত পথ ভুলে...
ঐ কালার কথা কেন বলো আজ আমায়।
যার নাম শুনিলে আগুন জ্বলে
অঙ্গ...
ওরে আজ কেন রে প্রাণে র সুবল রা ই
এলো না যমুনাতে
আমি রাই অপেক্ষায় বসে আছি হাতে
নিয়ে মোহন...
কই হল মোর মাছ ধরা।
চিরদিন ধাপ ঠেলিয়ে
হলাম আমি বলসারা।।
একে যাই ধাপো...
করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন।
প্রেম সাধিতে ফাঁপরে উঠে
কামনদীর তুফান।।
প্রেম-রত্নধন পাবার...
করি মানা কাম ছাড়েনা মদনে
প্রেম রসিকা হব কেমনে।।
এই দেহেতে মদন রাজা...
কলিতে পয়দা হয়েছে
জিকির ছেড়ে হলাম ফকির,
কপ্নি করলাম সার।
আবার বাবার পেটে মায়ের...
কার ভাবে এ ভাব হারে জীবন কানাই।
করে বাঁশি নাই, মাথে চূড়া...
কারে সুধাই আজ সে কথা
কি সাধনে পাবো তারে
যে আমার জীবনদাতা।।
শুনতে পাই...
কাল কাটালি কালের বশে
এ যে যৌবন কাল কামে চিত্ত কাল
কোন কালে...
কি শোভা করেছেন সাঁই রঙমহলে
অজান রূপে দিচ্ছে ঝলক
দেখলে নয়ন যায়গো ভুলে।।
জলের...
কি সন্ধানে যাই সেখানে
মনের মানুষ যেখানে।
আঁধার ঘরে জ্বলছে বাতি
দিবা রাতি নাই...
কী আইন আনিলেন নবি সকলের শেষে।
রেজাবন্দি সালাত যাকাত
পূর্বেও তো জাহের আছে।।
ঈসা মুসা দাউদ নবি
বেনামাজি নহে...
কুলের বউ ছিলাম বাড়ি
হলাম নাড়ি নাড়ার সাথে।
কুলের আচার কুলের বিচার
আর কি...
ভবে কে তাহারে চিনতে পারে
এসে মদীনায় তরিক জানায় এ সংসারে।।
সবাই বলে...
কে তোমারে এ বেশ ভূষণ
পরাইলো বলো শুনি।
জিন্দা দেহে মরার বসন
খিলকা তাজ আর ডোর কোপিনী।।
জিন্দা মরার...
কে বানাইলো এমন রঙমহল খানা
হাওয়া দমে দেখ তারে আসল বেনা।।
বিনা তেলে...
কে বোঝে মাওলার আলেকবাজি ।
করছে রে কোরানের মানে
যা আসে যার মনের বুঝি।।
একই কোরান পড়াশোনা
কেউ মৌলভি...
কেন ডুবলি না মন গুরুর চরণে
এসে কাল শমন বাঁধবে কোন দিনে।।
আমার...
কেন সময় বুঝে বাঁধাল বাঁধলে না
জল শুকাবে মীন পালাবে
পস্তাবিরে ভাই মনা।।
ত্রিবেনীর...
মুর্শিদ ধনহে কেমনে চিনিব তোমারে
দেখা দেওনা কাছে নেওনা, আর কত থাকি দূরে
(মুর্শিদ ধনহে)...
কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই
চেতন গুরুর সঙ্গ লয়ে খবর করো ভাই।।
চক্ষু আঁধার দেলের ধোঁকায়
কেশের...
কোথায় রইলে হে দয়াল কাণ্ডারি।
এ ভবতরঙ্গে আমায় দাও এসে চরনতরী।।
পাপীকে করিতে...
কোন কলে নানাবিধ আওয়াজ উদয়।
কোন কলে নানান ছবি নাচ করে সদাই।।
কলমা পড়ি কল চিনিনে
যে কলে...
ক্ষম ক্ষম অপরাধ
দাসের পানে একবার চাও হে দয়াময়।
বড় সঙ্কটে পড়িয়া দয়াল
বারে...
খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়।
ধরতে পারলে মনবেড়ি
দিতাম পাখির পায়।।
খালি ভাঁড় থাকবে রে পড়ে।
দিনে দিন কর্পূর তোর যাবে রে উড়ে।।
মন যদি গোলমরিচ হতো
তবে কি...
গুণে পড়ে সারলি দফা
করলি রফা গোলেমালে।
ভাবলিনে মন কোথা সে ধন
ভাজলি বেগুন...
অখন্ড মন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর।
গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর।।
ব্রহ্মা বিষ্ণু...
গুরু বস্তু চিনে নে না।
অপারের কাণ্ডারি গুরু
তা বিনে কেউ কুল পাবে...
রাঙ্গা চরণ যেন ভুলিনে।
গুরু সুভাব দাও আমার মনে।।
তুমি নির্দয় যাহার প্রতি
সদাই...
গুরুর দয়া যারে হয় সেই জানে।
যে রূপে সাঁই বিরাজ করে দেহ...
গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা
হাপুর হুপুর ডুব পাড়িলে।
...
গোয়াল ভরা পুষনে ছেলে
বাবা বলে ডাকে না।
মনের দুঃখ মনই জানে
সে অন্যে...
লয়ে গোধন গোষ্ঠের কানন
চলো গোকুলবিহারী
গোষ্ঠে চলো হরিমুরারি।।
তুই আমাদের সঙ্গে যাবি
বনফল সব...
চলো যাই আনন্দের বাজারে।
চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম রবে না রে।।
সুজনায়...
চাতক বাঁচে কেমনে
মেঘের বরিষণ বিনে।।
তুমি...
চাঁদ ধরা ফাঁদ জান না রে মন
লেহাজ নাই তোমার নাচানাচি সার
একবার লাফ দিয়ে...
চাঁদে চাঁদে চন্দ্রগ্রহন হয়
সে চাঁদের উদ্দেশ জানে রসিক মহাশয়।।
চাঁদের রাহু চাঁদের...
চিরদিন জল ছেঁচে মোর
জল ছাড়ে না এ ভাঙ্গা নায়।
এক মালা জল...
আমি আর কতদিন জানি এই অবলার প্রাণী
এ জ্বলনে জ্বলবে ওহে দয়েশ্বর।
চিরদিন...
চিরদিন পুষলাম এক অচিন পাখি
ভেদ পরিচয় দেয় না আমায়
ঐ খেদে ঝরে...
চেয়ে দেখনা রে মন দিব্যনজরে।
চার চাঁদে দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে।।
হলে সে...
জগৎ মুক্তিতে ভোলালেল সাঁই।
ভক্তি দাও হে যাতে চরণ পাই।।
ভক্তিপদ বঞ্চিত করে
মুক্তিপদ...
জাত গেল জাত গেল বলে...
একি আজব কারখানা।
সত্য কাজে কেউ নয় রাজি
সবই...
জাতির নামে বজ্জাতি সব জাতি কি নিবা সঙ্গে করে।।
সাদা কিবা কালো বরণ, জাত...
জানবো এই পাপী হতে
যদি এসেছ হে গৌর জীব ত্বরাতে।।
নদীয়া নগরে যত...
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে।
তিন পাগলে হলো মেলা নদেয় এসে।।
একটা...
তুমি বা কার কে বা তোমার এই সংসারে
মিছে মায়ায় মজিয়ে মন...
দমে দমে পড় জিকির লা-ইলাহা ইল্লাল্লাহ্
দমে দমে পড় রে মন লা-ইলাহা ইল্লাল্লাহ্
নাম ছাড়া দম ছাড় যদি ঠেকবে...
দয়াল নিতাই কারো ফেলে যাবে না।
ধরো চরণ ছেড়ো না।।
দৃঢ় বিশ্বাস করে...
দাঁড়া কানাই একবার দেখি
কে তোরে করিল বেহাল
হলি রে কোন দুখের দুখী।।
পরনে...
দিন দুনিয়ার অচিন মানুষ আছে একজনা।
কাজের বেলায় পরশমণি
অসময়ে তারে চেন না।।
নবি...
দিনে দিনে হলো আমার দিন আখেরি।
আমি কোথায় ছিলাম কোথায় এলাম
তাইতো সদাই...
দিব্যজ্ঞানে দেখ রে মনুরায়।
ঝরার খালে বাঁধ বাঁধিলে
রূপের পুলক ঝলক দেয়।।
পূর্বদিকে রত্নবেদী...
দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি।
পরিয়ে কৌপনি ধ্বজা মজা উড়ালো ফকিরী।।
বড়...
দেখিলাম এ সংসার ভোজবাজি প্রকার
দেখিতে দেখিতে অমনি কে বা কোথা যায়।
মিছে...
তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলাম না
ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলাম না
দেখেছি,
দেখেছি রূপসাগরে...
ধন্য আশেকিজনা এ দীন দুনিয়ায়।
আশেক জোরে গগণের চাঁদ পাতালে নামায়।।
সুঁইছিদ্রে চালায়...
ধন্য ধন্য বলি তারে ।
বেঁধেছে এমন ঘর
শূন্যের উপর পোস্তা করে।।
ঘরের সবে...
ধন্য মায়ের নিমাই ছেলে ।
এমন বয়সে নিমাই
ঘর ছেড়ে ফকিরী নিলে।।
ধন্যরে ভারতী...
ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে।
সেকি সামান্য চোরা
ধরবি কোনা কানচিতে।।
পাতালে চোরের...
নবি না চিনলে সে কি খোদার ভেদ পায়।
চিনিতে বলেছেন খোদে সেই...
নবির তরিকতে দাখিল হলে
সকল জানা যায়।
...
না বুঝে মজো না পিরিতে।
বুঝে সুঝে করো পিরিত
শেষ ভালো দাঁড়ায় যাতে।।
ভবের...
নারী হয় লজ্জাতে লাল
ফাল্গুনে লাল শিমূল বন
এ কোন রঙে রঙিন হলো
বাউল মন মন...
নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি
শুধাই কার কাছে।
যে প্রেমেতে আল্লাহ নবি...
নিচে পদ্ম চরকবাণে যুগল মিলন চাঁদ চকোরা।
সূর্যের সুসঙ্গে কমল কিরূপে হয়...
নূর অংশ মোর এই দেহেতে
কোন খানে আছে
শুনি নূরেতে নূর মিশাইয়া
দেশের সকল...
পাখি কখন জানি উড়ে যায়
একটা বদ হাওয়া লেগে খাঁচায়।।
খাঁচার আড়া প’লো...
পাপ পুণ্যের কথা আমি
কারে বা শুধাই।
এই দেশে যা পাপ গণ্য
অন্য দেশে...
পাবে সামান্যে কি তার দেখা
বেদে নাই যার রূপরেখা।।
সবে বলে পরম ইষ্টি
কারো...
পার করো দয়াল আমায় কেশে ধরে।
পড়েছি এবার আমি ঘোর সাগরে।।
ছয়জনা মন্ত্রী...
পার করো হে দয়াল চাঁদ আমারে
ক্ষম হে অপরাধ আমার
এ ভব-কারাগারে।।
পারে কে যাবি তোরা আয় না জুটে।
নিতাইচাঁদ হয়েছে নেয়ে ভবের ঘাটে।।
হরি নামের তরী আর
রাধা নামের বাদাম তাঁর।
পারে যেতে ভয়...
পারে কে যাবি নবির নৌকাতে আয়।
রূপকাষ্ঠের নৌকাখানি নাই...
পারে লয়ে যাও আমায় ।
আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়।।
আমি...
প্রেম করা কি কথার কথা
প্রেমে মজে হরি নিলো গলায়ে কাঁথা।।
একদিন রাধে...
প্রেম পাথারে যে সাঁতারে
তার মরণের ভয় কি আছে।
স্বরূপ মরণে সদা
মত্ত যারা...
প্রেম প্রেম বলে করো কোর্ট কাচারি।
সেই প্রেমের বাড়ি কোথায় বলো বিহারী।।
প্রেমের...
বন্ধু তোর লাইগা রে
আমার তনু জড়জড়
মনে লয় ছাড়িয়ারে যাইতাম
থুইয়া...
বলাই দাদার দয়া নাই প্রাণে।
গোষ্ঠে আর যাবোনা মাগো
দাদা বলাইয়ের সনে।।
বড় বড় রাখাল যারা
বনে বসে থাকে...
বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি।
যার জন্য হয়েছি রে দণ্ডধারী।।
কোথা সে...
বসত বাড়ির ঝগড়া কেজে
আমার তো কই মিটলো না।
কার গোয়ালে কে দেয়...
বিদেশীর সঙ্গে কেউ প্রেম করো না।
আগে ভাব জেনে প্রেম করো
যাতে ঘুচবে...
বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী।
মনকে বোঝালে বুঝ মানেনা ধর্মকাহিনী।।
বিষয় ছাড়িয়ে...
বিষামৃত আছে রে মাখাজোখা।
কেউ জানেনা কেউ শোনেনা
যায়না জীবের...
বেদে কি তার মর্ম জানে।
যেরূপ সাঁইয়ের লীলাখেলা
আছে এই দেহ-ভুবনে।।
পঞ্চতত্ত্ব বেদের বিচার
পন্ডিতেরা...
ব্রজলীলে একি লীলে
কৃষ্ণ গোপীকারে জানাইলে।।
যারে নিজ শক্তিতে গঠলেন নারায়ণ
আবার গুরু বলে...
ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই।
হিন্দু কি যবন...
ভজরে আনন্দের গৌরাঙ্গ ।
যদি ত্বরিতে বাসনা থাকে
ধর রে মন সাধুর সঙ্গ।।
সাধুর...
ভজরে জেনে শুনে
নবী কলমা কলেন্দা আলী হালদাতা
ফাতেমা দাতা কি ধন দানে।।
নিলে...
ভবে মানুষ গুরু নিষ্ঠা যার
সর্বসাধন সিদ্ধ হয় তার।।
নদী কিংবা বিল বাওড়...
মওলা বলে ডাক রসনা
গেল দিন ছাড় বিষয় বাসনা ।।
যেদিনে সাঁই হিসাব...
মধুর দেল দরিয়ায় ডুবে করো ফকিরি।
ছাড় ফিকিরি করো ফকিরি দিন হলো...
মন চোরারে কোথা পাই।
কোথা যাই মন আজ কিসে বুঝাই।।
নিষ্কলঙ্ক ছিলাম ঘরে
কিবা...
মন তুই করলি একি ইতরপনা।
দুগ্ধেতে যেমন রে তোর মিশিলো চোনা।।
শুদ্ধরাগে থাকতে...
মন তোর আপন বলতে আর কে আছে।
তুমি কার কাঁদায় কাঁদো মিছে।।
থাক...
চিরদিন ইচ্ছা মনে আইল ডিঙ্গায়ে ঘাস খাবা
মন সহজে কি সই হবা।
ডাবার পর মুগুর প’লে
...
মনের কথা বলবো কারে
মন জানে আর জানে মরম
মজেছি মন দিয়ে যারে।।
মনের...
মনের নেংটি এঁটে করো রে ফকিরী।
আমানতের ঘরে যেন হয় নারে চুরি।।
এদেশেতে...
মনের হলো মতিমন্দ ।
তাইতে হয়ে রইলাম আমি জন্ম-অন্ধ।।
ভবরঙ্গে থাকি মজে
ভাব দাঁড়ায়...
মহা ভাবের মানুষ হয় যে জনা
তারে দেখলে যায় রে চেনা।
তার আঁখি...
মানুষ ভজন করবো বলে মনেতে করি বাসনা।।
বনফুলে পুঁজি মানুষ, মনফুল তো ফুটিল...
মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।।
এই মানুষে মানুষ গাথা
গাছে যেমন...
মানুষতত্ত্ব যার সত্য হয় মনে।
সেকি অন্য তত্ত্ব মানে।।
মাটির ঢিবি কাঠের ছবি
ভূত...
নিগম বিচারে সত্য গেলো যে জানা
মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা।।
নিগম...
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে।।
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো...
মুখে পড় রে সদাই
লা ইলাহা ইল্লাল্লাহ।
...
মুর্শিদ জানায় যারে
মর্ম সেই জানিতে পায়।
...
মুর্শিদের ঠাঁই নে নারে তার ভেদ বুঝে।
এ দুনিয়ার ছিনায় ছিনায়
কী ভেদ...
মূল হারালাম লাভ করতে এসে
দিয়ে ভাঙ্গা নায় বোঝাই ঠেসে।
জনমভাঙ্গা তরী আমার
বল...
মেনকা মাথায় দিল ঘোমটা।
বেছে বেছে করলি করলি জামাই চিরকালের নেংটা লো নেংটা।।
...
যা দিয়েছো তুমি আমায় কি দেব তার প্রতিদান
মন মজালে ওরে বাউলা গান
আমার,...
যাও হে শ্যাম রাইকুঞ্জে আর এসো না।
এলে ভালো হবেনা।।
গাছ কেটে জল...
যার ভাবে আজ মুড়েছি মাথা ।
সে জানে আর আমি জানি
আর কে...
যেখানে সাঁইর বারামখানা ।
শুনিলে প্রাণ চমকে উঠে
দেখতে যেমন ভুজঙ্গনা।।
যা ছুঁইলে প্রাণে...
রসিক নাম ধরিয়ে মনা
বেড়াও রে জগৎ মাতিয়ে।
ভাব জান না ভাবুক রঙ্গা
ভাঙলি...
রাই জাগো রাই জাগো শুক-সারি বলে
কত নিদ্রা যাও গ রাধে শ্যাম নাগরের কোলে...
গুরু গো গুরু গো…
আমি গুরু কার্য মাথায় রেখে দাদারে,
কি...
শুদ্ধ প্রেম সাধলো যারা
কামরতি রাখলো কোথা।
বলো রসিক রসের মাফিক
ঘুচাও আমার মনের...
সকলই কপালে করে ।
কপালের নাম গোপালচন্দ্র
কপালের নাম গুয়ে গোবরে।।
যদি থাকে এই...
সদা মন থাকো বাহুঁশ
যার যা ধর্ম সেই সে করে
তোমার বলা অকারণ।।
কাঁটার...
সব লোকে কয় লালন কি জাত সংসারে।
লালন বলে জাতের কি রূপ
দেখলাম...
সব সৃষ্টি করলো যে জন
তারে সৃষ্টি কে করেছে।
সৃষ্টি ছাড়া কি রূপে...
সবে কি হবে ভবে ধর্মপরায়ণ।
যার যা ধর্ম সেই সে করে
তোমার বলা অকারণ।।
কাঁটার মুখ কেউ চাঁছে...
সময় গেলে সাধন হবে না।
দিন থাকিতে তিনের সাধন কেন করলে না।।
জানো...
সমুদ্রের কিনারে থেকে
জল বিনে চাতকী ম’লো।
হায়রে বিধি ওরে বিধি
তোর মনে কি...
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
পাবিরে অমূল্য নিধি বর্তমানে।।
ভজ মানুষের চরণ...
সাঁই আমার কখন খেলে কোন খেলা।
জীবের কি সাধ্য আছে
গুণে পড়ে তাই...
সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে।
অহর্নিশি মায়ার ঠুসি জ্ঞানচক্ষেতে।।
ঈশানকোণে হামেশ ঘড়ি
সে নড়ে...
সে রূপ দেখবি যদি নিরবধি
সরল হয়ে থাক।
আয় না চলে ঘোমটা ফেলে
নয়ন...
সেই কালাচাঁদ নদেয় এসেছে ।
ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই
কুলবতীর কুলনাশে।।
মজবি...
সোনার মান গেল রে ভাই
বেঙ্গা এক পিতলের কাছে।
শাল পটকের কপালের ফের
কুষ্টার...
সোনার মানুষ ভাসছে রসে
যে জেনেছে রসপন্থি সে
দেখিতে পায় অনায়াসে।।
তিনশো ষাট রসের...
স্বরূপে রূপ আছে গিলটি করা।
রূপসাধন করলো স্বরূপ নিষ্ঠা যারা।।
শতদল সহস্রদলে
রূপ স্বরূপে ভাটা খেলে।
ক্ষণেক রূপ রয়...
হক নাম বলো রসনা
যে নাম স্মরণে যাবে জঠর যন্ত্রণা।।
শিয়রে শমন বসে
কখন...
হতে চাও হুজুরের দাসী
মনে গলদ পুরা রাশিরাশি।।
না জানো সেবা সাধনা
না জানো...
হরি বলে হরি কাঁদে কেনে
ধারা বহে দু’নয়নে।।
হরি বলে হরি গোরা
দু’নয়নে বহে...
হীরা মতি জহুরা কোটিময়।
সে চাঁদ লক্ষ করে যোজন ফাঁকে রয়
কোটি চন্দ্র...
হীরা লাল মতির দোকানে গেলে না।
সদাই কিনলি রে পিতল দানা।।
চটকে ভুলে...