Read more

Show more
Mukul Dutt

আমার পূজার ফুল | Amar Pujar Phool

আমার পূজার ফুল
ভালোবাসা হয়ে গেছে
তুমি যেন ভুল বুঝোনা
আমার পূজার ফুল
ভালোবাসা হয়ে গেছে
তুমি যেন ভুল...

এ নদী এমন নদী | E Nodi Emon Nodi

এ নদী এমন নদী
জল চাই একটু যদি
দু হাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে
এ প্রিয়া এমন প্রিয়া
সোহাগে ভরলো...

এই নষ্ট শহরে | Ei Nosto Shohore

এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান,
সকল খিস্তি খেউর রাজা উজির মেরে
মাস্তানি সব সেরে,
বিকেল বেলা তোমার বাড়ির লাগোয়া পথ...

ও আমার সখি | O Amar Shokhi

ও আমার সখি
জলের মাখামাখি
ওরে ও আমার সখি
জলের মাখামাখি
ছেড়ে এবার ঘাটে আয়
ওলো সখি পরাণ আমার যায় রে যায়
ওলো...

Ahmed Jaman Chowdhury

ওরে ও বাঁশীওয়ালা | Ore O Bashiwala

ওরে ও বাঁশীওয়ালা
আমার এই মনের জ্বালা
সইতে যে আর পারিনা
হায়রে পিরিত মানেই যন্ত্রনা
ওরে ও মধুবালা
তুমি যে গলার মালা
তোমায়...

Kono Asroy Nei Akhon

কোন আশ্রয় নেই এখন | Kono Asroy Nei Akhon

কোন আশ্রয় নেই এখন
নিই কোন ঠিকানা
গতিময় জীবনের স্তব্ধ প্রহর
ম্রিয়ময় তারার আলো মোহিনী অন্ধকারে
এলোমেলো এই শহর

নিয়মের...

Ami jugey jugey asi asiyachi

খোল খোল খোল গো দুয়ার | Kholo Kholo Kholo Go Duar

খোল খোল খোল গো দুয়ার।

নীল ছাপিয়া এল চাঁদের জোয়ার।।

গঙ্গা সিন্ধু নর্ম্মদা কাবেরী যমুনা ওই,
বহিয়া চলেছে আগের মতন
কইরে আগের মানুষ কই ৷৷...

Bappa Mazumder

চলে গেছো কবে | Chole Gecho Kobe

চলে গেছো কবে
মন ভেঙ্গে দিয়ে
চোখ ভিজে যায় জলে
তবু কিছু কথা কিছু ব্যাকুলতা
পড়ে থাকে মনের ভুলে
আমি তবু চাই তোমায় সাজানো...

ছোট ছোট অভিমান | Choto Choto Obhiman

ছোট ছোট অভিমান
একটা দুটো ভুল
দূরে বহুদূরে চলে গেছো
ভাসিয়ে দুটো কূল
ফেরা হলো না ফেরা হলো না
আমারো পিছু ডাকা...

তবে থাক ( এই আকাশের রঙ ) | Tobe Thak

এই আকাশের রঙ, বাতাসে ছড়ায়
এই বাতাসের ঝরাপাতা,
অলেখা অবেলায়।
আজ প্রণয়ের ফাঁদে গড়া, নীল কৃষ্ণচূড়া
ভেজা প্রণয়ের নীচে অভিমান পাহাড়ে...

Hemanta Mukherjee

তারে বলে দিও | Taare Bole Diyo

তারে বলে দিও,
সে যেন আসে না আমার দ্বারে,
তারে বলে দিও,
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও।
ওই...

দিন গেলো | Din Gelo

দিন গেলো তোমার পথ চাহিয়া
মন পোড়ে সখি গো কার লাগিয়া
সহে না যাতনা তোমারো আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার...

Bioscope

বায়োস্কোপ | Bioscope

তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ,
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ।।

ডাইনে তোমার চাচার বাড়ী
বায়ের দিকে পুকুরঘাট,
সেই ভাবনায়...

বেলা শেষে | Bela Seshe

বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে একেছি তোমায়
মোছনা তুমি তারে দুঃখেরই ছোয়ায়
সাজিয়ে...

মুক্ত করে দাও | Mukto Kore Dao

যা আমায় টানে
তারই আকর্ষণে যাচ্ছি সীমানায়,
কী খুঁজছি জানিনা ও ও ..
বন্দী করে মন যে আমার
পোষ মানিয়েছে,
তাই মনটা...

Hemanta Mukherjee

শোনো, কোন একদিন | Shono Kono Ekdin

শোনো, কোন একদিন
আকাশ, বাতাস জুড়ে রিমঝিম বরষায়,
দেখি, তোমার চুলের মত মেঘ সব ছড়ানো
চাঁদের মুখের পাশে জড়ানো,
মন হারালো,...

সে আমার ছোট বোন | Se Amar Chhoto Bon

মা’র স্নেহ কাকে বলে জানি না
বাবার মমতা সে কী বুঝতে না বুঝতেই
এ বিরাট পৃথিবীতে দেখলাম
সে ছাড়া আমার...

হেই সামালো | Hei Samalo

হেই সামালো হেই সামালো (৮)
হেই সামালো ধান হো
কাস্তেটা দাও শাণ হো
জান কবুল আর মান কবুল
আর দেবনা আর...