অতীত টাকে বাক্সে পুরে | Otit Take Bakse Pure | Nachiketa Chakraborty
অতীত টাকে বাক্সে পুরে শিখেয় তুলে রাখ
ভবিষ্যতের স্বপ্ন গুলো একটু ভুলে থাক।
...
অতীত টাকে বাক্সে পুরে শিখেয় তুলে রাখ
ভবিষ্যতের স্বপ্ন গুলো একটু ভুলে থাক।
...
কত কত দিন কাব্যহীন
থেকে যায় ডিমের সাদায়
কিছু কিছু নাম প্রেমিকার জিভে
জড়িয়ে যায়...
সেই ফেলে আসা,
মেঠো পথের বাকে দু পায়ে ধুলো,
আজো দাড়িয়ে সে ভাবছে কি হ'ল,
তবে কি মিছে ছিলো সেই...
অনেক দূর স্বপ্ন আমার,
অনেক দূর আমার চাওয়া
হাতের কাছে তারার মতো,
আমার...
অন্ধের দেশে চশমা বিক্রি করি
আমি অনেককে দিই জলাঞ্জলি
অনেক কিছুই ধরি।
সবাই বলে...
একটা সময় তোরে আমার সবই ভাবিতাম,
তোরে মন পিঞ্জরে যতন করে আগলাইয়া রাখতাম।
তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম,
তুই কানলে...
না অভিমানে চলে যেও না
অভিমানে চলে যেও না
না অভিমানে চলে যেও না
এখনি শেষের গান গেও না
অভিমানে চলে...
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসো না তো
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই...
আকাশের হাতে আছে এক রাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গায়ে জ্বলে...
আছেন আমার মোক্তার
আছেন আমার বারিস্টার
আছেন আমার মোক্তার
আছেন আমার বারিস্টার
শেষ বিচারের হাইকোর্টেতে ...
আজ আবার সেই পথে দেখা হয়ে গেল
কত সুর, কত গান মনে পড়ে গেল
বলো, ভালো আছো তো?
বলো, ভালো...
আজকের আকাশে অনেক তারা
দিন ছিল সূর্যে ভরা
আজকের জোছনাটা আরো সুন্দর
সন্ধ্যাটা আগুন লাগা
...
আড়ালে থেকে কে যে ডেকে যায়
আড়ালে থেকে কে যে ডেকে যায়
আড়ালে সে থেকে যায়
নিড়লে সে ডেকে যায়।
আমি...
সবই লাগে একইরকম,
একই লাগে প্রতিদিন জীবন
খোলা ছবি অস্পষ্ট দৃষ্টি
দুরে সরে যায় দুরে সবই
চোখের ভিতর হারায় সব নিমিষেই
অনেক...
আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি
আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী।
...
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা,
রব দিশাহারা।
জবাব কিছুই তার দিতে...
আমার একদিকে শুধু তুমি
পৃথিবীটা অন্যদিকে
এ দিকে একটি প্রদীপ
সূর্যটা ওদিকে
আমি তোমারি দিকটা নিলাম
...
আমার কাছে তুমি মানে সাত রাজার ধন,
আমার কাছে তুমি মানে অন্যরকম
তোমার কাছে হয়ত বন্ধু আমি কিছু না,
তাইতো...
আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে
যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে...
আমার পূজার ফুল
ভালোবাসা হয়ে গেছে
তুমি যেন ভুল বুঝোনা
আমার পূজার ফুল
ভালোবাসা হয়ে গেছে
তুমি যেন ভুল...
আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান
সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রেম
আমার মায়ের আদেশ বাবা মত...
আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে।।
তোমার বুকের মধ্যখানে...
আমার ভালোবাসার রাজপ্রাসাদে
নিশুতি রাত গুমরে কাঁদে
মনের ময়ুর মরেছে ঐ...
আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়।।
...
আমি আছি থাকবো ভালোবেসে মরবো,
দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না
আঁচলে...
আমি আর কারো ভালোবাসা চাই না
সব কথা ভোলা যায় প্রথম প্রেমের কথা ভোলা যায়...
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত...
আমি কোন পথে যে চলি
কোন কথা যে বলি
তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই...
আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা
আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার...
আমি তো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছ
আমি না ডাকিতে হৃদয় মাঝারে
আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে...
আমি তোমারি প্রেম ভিখারী,
ভালবেসে ঠাই দিও পরানে গো
ভালবেসে ঠাই দিও পরানে
আমি তোমারি তুমি আমারি
পশে থেকো জীবনে মরনে...
আমি দুঃখকে সুখে ভেবে বইতে পারি
যদি তুমি পাশে থাকো
দৈন্যকে হাসিমুখে সইতে পারি
যদি তুমি...
আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি (x2)
বাজে কিনিকিনি রিনিঝিনি
তোমারে যে চিনি চিনি
মনে মনে...
আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ
একি বেদনার মত বেজেছে আবার হারান দিন।...
আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ
একি বেদনার মত বেজেছে আবার হারান দিন।।...
আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম।
জানিনা কোন ভুলে তোমার আঁচলে জড়ালাম
আমি সুখ না হয়ে দুঃখ...
আমি বারো মাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারো মাস তোমার আশায় আছি
...
আমি যে জলসা ঘরে বেলোয়ারী ঝাড়
নিশি ফুরালে কেহ চায়না আমায় জানি গো...
আমি সাগরের বেলা
তুমি দুরন্ত ঢেউ
বারে বারে শুধু আঘাত করিয়া যাও
ধরা দেবে বলে আশা করে রই
তবু ধরা নাহি...
আমি সারারাত শুধু যে কেঁদেছি।
বুঝিনি এ ভাবে তুমি চলে যাবে।
জানি না কি...
আমি হারিয়েছি মোর ছোট্টবেলা হারাইনি তোমাকে
আজো আমায় ঘিরে মা যে আমার সব খানেতেই...
আমিও পথের মত হারিয়ে যাব
আমিও নদীর মত আসব না ফিরে
আর আসব না ফিরে কোনদিন।
আমিও দিনের মত ফুরিয়ে...
কাটেনা সময় যখন আর কিছুতে
বন্ধুর টেলিফোনে মন বসেনা
জানলার গ্রিলটাতে ঠেকাই...
আর কোনদিন তোমায় আমি
প্রিয় নামে ডাকবো না।।
আর কখনো তোমায় আমি
আপন করে...
আরো শীত চুয়ে পড়ুক গাছের পাতার তলায়
আরো শীত ছড়িয়ে যাক তোর কথা বলায়,
আরো শীত বাক্স বন্দি কিছু...
আসবে যখন কাল বৈশাখী
বল তখন কোথায় থাকি
আসবে যখন কাল বৈশাখী
দেহের...
ইতিহাস লেখা আঁখি জলে
বলে যায় সে কথা প্রতি পলে
ইতিহাস লেখা আঁখি জলে
বলে যায় সে কথা প্রতি পলে
তোমার...
ইষ্টিশনের রেল গাড়িটা
মাইপা চলে ঘড়ির কাটা
ইষ্টিশনের রেল গাড়িটা
মাইপা চলে ঘড়ির কাটা
প্লাটফর্মে বইসা ভাবি...
অভিলাষী আমি অভিমানী তুমি
হাজারো স্বপ্ন নিয়ে সবকিছু ভুলে গিয়ে
পৃথিবীতে বসে আছি সংসার সাজিয়ে
জানে অন্তরযামী কে বা আগে...
এ নদী এমন নদী
জল চাই একটু যদি
দু হাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে
এ প্রিয়া এমন প্রিয়া
সোহাগে ভরলো...
এ মন ব্যাকুল যখন তখন,
এ মন ব্যাকুল যখন তখন
ডেকে যায় বারে বারে,
এ মন...
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
তবুও তোমার আমি পাই ওগো সাড়া
দুটি...
এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান,
সকল খিস্তি খেউর রাজা উজির মেরে
মাস্তানি সব সেরে,
বিকেল বেলা তোমার বাড়ির লাগোয়া পথ...
এই নিশি রাইতে
তোমার ঘরে যাইতে
মনযে উথাল-পাথাল করে
এই নিশি রাইতে
আরো কাছে পাইতে
মনযে উথাল-পাথাল করে...
তুমি যদি বলো
ভোরের বেলার কাক
শব্দ করা একলা ইস্টিমার
ফেরিওলার হাক
লাঠি হাতে ডাকাত সর্দার
রাত...
এক গৃরস্তের ঘরে ছিল এক হাঁস
এই ঘরে অভাব যে ছিল বার মাস
একদিন সে হাঁসিটা পাড়লো যে ডিম...
এক গোছা রজনীগন্ধা
হাতে দিয়ে বোললাম, চোললাম,
...
এক জীবনে না না হয়তো
নয় এক জীবনে ।।
না যাবেনা তোমায় জানা
তুমি আকাশ অজানা ।।
ঘুরে ঘুরে নানা সুরে
নানা...
এক দিন ঝড় থেমে যাবে
পৃথিবী আবার শান্ত হবে,
বসতি আবার উঠবে গড়ে
আকাশ আলোয় উঠবে ভরে,
জীর্ন মতবাদ সব, ইতিহাস...
এক ফুলে চার রঙ ধরেছে।
সে ফুলে ভাব নগরে
কি শোভা করেছে।।
কারণবারির মধ্যে...
একটি দুটি ঘুমের গল্প টুকরো অভিমান
ছেড়া ছেড়া সাদাকালো স্বপ্নবতী গান
একটি দুটি ঘুমের গল্প টুকরো অভিমান
ছেড়া...
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাকো
একটু বসিয়া থাকো
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাকো...
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো...
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবেই নাকি একলা চলতে হয়
একলা...
ইতিহাস সাক্ষী হলো
পায়ে পায়ে স্বপ্ন এলো,
কাঁটাতার টপকালো ফুটবল।
রক্তে ছিল যে লাল...
এগো মাওলা, তোমার লাগিয়ে হাছন রাজা বাউলা |
ভাবতে ভাবতে হাছন রাজা হইল...
এমন একটা ঝড় উঠুক
কোনোদিন যেন কোনো ফুল আর ফুটতে পারে না
এখন এমন মেঘ করুক
যেন মেঘ ছিঁড়ে কোনোদিনও...
এমনও তো প্রেম হয়
ও চোখের জলে কথা কয়
এমনও তো প্রেম হয়
ও চোখের জলে কথা...
ও আমার সখি
জলের মাখামাখি
ওরে ও আমার সখি
জলের মাখামাখি
ছেড়ে এবার ঘাটে আয়
ওলো সখি পরাণ আমার যায় রে যায়
ওলো...
ও গো বিদেশিনী
তোমার চেরীফুল দাও আমার শিউলী নাও
দুজনে প্রেমে হই ঋণী।।,
লা...
ও দুটি নয়নে স্বপনে চয়নে
নিজেরে যে ভুলে যাই
তুলনা খুজে না পাই
আজ মন রাখা হল দায়
হায় রে আজ...
সখীনা গেসস কিনা ভুইল্লা আমারে
আমি অহন রিসকা চালাই ঢাহা শহরে ।
এবার...
ওগো বরষা তুমি ঝড়ো না গো অমন জোরে
কাছে সে আসবে...
ওরে ও বাঁশীওয়ালা
আমার এই মনের জ্বালা
সইতে যে আর পারিনা
হায়রে পিরিত মানেই যন্ত্রনা
ওরে ও মধুবালা
তুমি যে গলার মালা
তোমায়...
ক’ফোঁটা চোখের জল ফেলেছ
যে তুমি ভালবাসবে?
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
...
কত যুগ যেন দেখিনি তোমারে দেখি নাই কতদিন।
তুমি যে জীবন, তোমারে...
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে।
এই হৃদয় চিরে যদি দেখানো যেতো,
আমি যে তোমার তুমি...
কত রঙ্গ জানরে মানুষ কত রঙ্গ জান।
তুমি এই ভাল এই মন্দ
ক্ষণে হাস ক্ষণে কান্দ
হায়রে...
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে...
কতদূরে আর নিয়ে যাবে বল
কোথায় পথের প্রান্ত।
ঠিকানা-হারানো চরণের গতি
হয়নি কি তবু...
কথা ছিল দেখা হবে দেখা হলোনা
হৃদয়ের কথা তাঁর বোঝা গেলনা
কথা ছিল দেখা হবে দেখা...
কথা দাও, কথা দাও আবার আসবে
কথা দাও আবার আসবে
এমনি করেই ভালোবাসবে
দিন...
কথায় কথায় যে রাত হয়ে যায়
কি কথা রাখলে বাকী
খুঁজে দেখনা বুঝে দেখনা
ভেবে দেখনা তা কি জাননা
কিছু না...
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই, আজ আর...
কবিতা তুমি এখনও
রাত হলে কি তারাদের গুনো
কবিতা তুমি এখনও
বিকেল হলে সেই গান শুনো ...
কলের গাড়ি তাড়াতাড়ি চালাও রসিক ড্রাইভার
ডাইনে ঘুরাও বায়ে ঘুরাও তেলেস্মাতি কারবার
তারা...
কান্দো কেন মন,
কান্দিয়া কান্দিয়া যাইব তোমারও জীবন রে,
কান্দ কেনে মন পাগলা রে?
...
কারে বলে ভালবাসা কারে বলে প্রেম
মিলনে বিরহে আমি জানলেম। (হু হু…..)
লোকে বলে ভালবাসা আমি বলি ভাঙ্গাবাসা
তাকে হারালেম...
কারো আপন হইতে পারলি না অন্তর,
আমার ভালবাসার শূন্য ভিটায়,
কেউ বাঁধল না ঘর।।
...
কি করে বলিবো আমি
কি করে বলিবো আমি
আমার মনে বড় জ্বালা
মনে বড় জ্বালা
...
ও মুখের মিছিল মুখোশ হয়ে যায়,
ঘিরে ধরে কুয়াশা যখন
ঘিরে ধরে কুয়াশা যখন।
কত-শত অনুভূতি বিবর্ণ রঙ নেয়,
তুলি ধরে...
কে বাজায় বাঁশিতে
মাঝরাতে চেনা সুর
কে বাজায় বাঁশিতে
মাঝরাতে চেনা সুর
ঘুম ভাঙায় মন দোলায়
ডেকে যায়...
কে বাঁশি বাজায় রে
মন কেন নাচায় রে
আমার প্রাণ যে মানে না
কিছুই ভালো লাগে না
কে বাঁশি বাজায় রে
মন...
কি করে বলিবো আমি
কি করে বলিবো আমি
আমার মনে বড় জ্বালা
মনে বড় জ্বালা ...
আ আ উ উ আ আ উ উ
কেউ গায়ক হয়ে যায়
কেউ কবি হয়ে যায়
কেউ যোগী হয়ে যায়
তোমাকে...
কেউ হতে চায় ডাক্তার,
কেউ বা ইঞ্জিনিয়ার,
কেউ হতে চায় ব্যবসায়ী,
কেউ বা ব্যারিস্টার,
কেউ চায়...
কেন তারে আমি এত ভালোবাসলাম
কেন তারে আমি এত ভালোবাসলাম
হয়তো আমারই ভুল,...
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেমনে রাখবি তোর মন
কেমনে রাখবি তোর মন
...
কেনো ফিরে যায় বেদনায় অভিমানী
আমিও কি তার মতো দু’চোখের জলে ওই ভাসিনি
...
কেমনে ভুলিবো আমি(২)
বাঁচি না তারে ছাড়া
আমি ফুল বন্ধু ফুলের
...
কোন আশ্রয় নেই এখন
নিই কোন ঠিকানা
গতিময় জীবনের স্তব্ধ প্রহর
ম্রিয়ময় তারার আলো মোহিনী অন্ধকারে
এলোমেলো এই শহর
নিয়মের...
কোন এক উল্টো রাজা,
উল্টো বুঝলি প্রজার দেশে
কোনো এক উল্টো রাজা,
উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে, উল্টো...
কোন এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই শোনো রূপকথা নয় সে নয়
জীবনের মধুমাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা...
খিড়কি থেকে সিংহদুয়ার,
এই তোমাদের পৃথিবী
এর বাইরে জগত আছে তোমরা মাননা।
তোমাদের...
খুব চেনা চেনা মুখ খানি তোমার
লাগছে আমাকে লাগছে আমাকে
কোথায় দেখেছি আমি কোথায় দেখিছি
পড়ছে না মনে পরছে না...
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেক খানি বদলে...
খোল খোল খোল গো দুয়ার।
নীল ছাপিয়া এল চাঁদের জোয়ার।।
গঙ্গা সিন্ধু নর্ম্মদা কাবেরী যমুনা ওই,
বহিয়া চলেছে আগের মতন
কইরে আগের মানুষ কই ৷৷...
গভীর হয়েছে রাত পৃথিবী ঘুমায়
হয়তো তুমিও গেছ ঘুমিয়ে
শুধু আমার দু’চোখে ঘুম আসেনা
কেন ঘুম আসেনা
বুঝি ঘুমের সে রাত...
দিয়েছিলে যা নিয়ে নিতে পারো
লেখা কবিতা গাওয়া গান যতো
খোজে দেখো না পাবে না কেউ আমার মত
মুছে দিও...
ডালেতে লরি চরি
বইও চাতকীর ময়নারে
গাইলে বৈরাগীর গীত গাইও
মনো হইলে চাতকিনি
নদীর ফানি...
চলে এসো আজ এ রাতে
চলে এসো আমার সাথে, প্রিয়তমা।
তোমার দুচোখ যতদূর
যাব আমি...
চলে গেছো কবে
মন ভেঙ্গে দিয়ে
চোখ ভিজে যায় জলে
তবু কিছু কথা কিছু ব্যাকুলতা
পড়ে থাকে মনের ভুলে
আমি তবু চাই তোমায় সাজানো...
চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে
কাঁদিস কেন মন
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ...
চলো সবাই
জীবনের আহব্বানে সামনে এগিয়ে যাই
জীবনের আহব্বানে সামনে এগিয়ে যাই
দিকে দিকে...
একটা একটা এলোমেলো পায়ে
একটু একটু তোমার কাছেই যাওয়া
একটা দুটো অচেনা কথার মোড়ে
একটু একটু তোমায় খুঁজেই পাওয়া
একটা একটা...
চাঁদ কেন আসেনা আমার ঘরে
চাঁদ কেন আসেনা আমার ঘরে
হো.. চাঁদ কেন আসেনা আমার ঘরে
চাঁদ কেন আসেনা আমার...
(আকাশ পানে চেয়ে চেয়ে, সারা রাত জেগে জেগে, দেখেছি অনেক তাঁরার ভীড় – অরুদ্ধতি, স্বাতী, সপ্ত-ঋষির খেলা,...
চুপি চুপি বল কেউ জেনে যাবে
জেনে যাবে কেউ জেনে যাবে
ভয় করি না আমি কোন কিছু
যদি তুমি আমি...
চোক্ষের নজর এমনি কইরা
একদিন খইয়া যাবে
জোয়ার-ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
পোড়া...
চোখের আড়াল হইলে পরে যেই পিরিতির ধরে ক্ষয়
এই পিরিতি সেই পিরিতি নয়
এই পিরিতি সেই পিরিতি নয়
দেখা দেয়...
ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে,
চুরি করে নিয়ে যায় বিকেলের সোনা রোদ।
ছোটো ছোটো শিশুদের শৈশব চুরি করে,
গ্রন্থ-কীটের...
আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
আড়াল দেয়াল রেখোনা
আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
লাজুক লিরিক আর...
ছোট গল্প লিরিক্স:
ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা
হৃদয় গভীরে অচেনা ভালোবাসা
আছো তুমি এত কাছে তবু লাগে যেন...
ছোট ছোট অভিমান
একটা দুটো ভুল
দূরে বহুদূরে চলে গেছো
ভাসিয়ে দুটো কূল
ফেরা হলো না ফেরা হলো না
আমারো পিছু ডাকা...
জন্ম থেকে জ্বলছি মাগো
আর কতদিন বলো সইবো
এবার আদেশ করো, তুমি আদেশ করো
ভাঙনের খেলা খেলবো
জন্ম থেকে জ্বলছি মাগো,...
জয় জয় নবজাত বাংলাদেশ,
জয় জয় মুক্তিবাহিনী
ভারতীয় সৈন্যের সাথে রচিলে
মৈত্রীর...
হাসে নাচে খালে বিলে
পাখি নাচে ঢালে
বন্য প্রেমিক নাচতে গেলে
যন্ত্র লাগে তালে
হাসে নাচে খালে বিলে
ভ্রমর নাচে ফুলে
বন্য প্রেমিক...
জানি তোমার প্রেমের যোগ্য আমিতো নই
পাছে ভালোবেসে ফেল তাই
দুরে দুরে রই।।
আমার...
জীবনের এতোগুলো দিন
কেটে গেল একা একা
তুমি কেন আগে আসোনি
আগে কেন দাওনি দেখা (×২) ...
জীবনের গল্প আছে বাকি অল্প।
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময়...
জোনাক জ্বলে লিরিক্স:
তোমারও কি কান্দন আসে
আমার মতন রইতে,
তোমারও কি বুক ভাইঙা যায়
মনের কথা কইতে ?
ও.. তোমারও কি...
চুপচাপ বসে তুমি মেঘের আড়ালে
দূতেরা তোমায় নিয়ে গান লিখে যাবে
তোমার পথ চেয়ে সারাটা জীবন
আমার দিন রাত আজ...
ঝরা পাতা উড়ে যায়
আহারে কি মায়ায়
একা একা ফিরে দেখা
দক্ষিণ হাওয়ায়
কিছু কি...
ঝুমকা লিরিক্স:
যতই তুমি বাহানা করো না কেন
চুপিচুপি চোখের ইশারাতে খেলো
দেখো কী নীরবে?
...
ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের...
এই আকাশের রঙ, বাতাসে ছড়ায়
এই বাতাসের ঝরাপাতা,
অলেখা অবেলায়।
আজ প্রণয়ের ফাঁদে গড়া, নীল কৃষ্ণচূড়া
ভেজা প্রণয়ের নীচে অভিমান পাহাড়ে...
তাকে দেখতে পাবার আশায়
কেটে যেত কত সকাল বিকেল [2x]
তার কথা ভেবে অংকেতে ফেল
...
তাড়াতাড়ি বাড়ি আইসো, চাকরির দরকার নাই
তোমার চাকরির দরকার নাই
তাড়াতাড়ি বাড়ি আইসো, চাকরির দরকার...
তারপর
তার আর পর নেই
নেই কোন ঠিকানা
যা কিছু গিয়েছে থেমে ...
তারে বলে দিও,
সে যেন আসে না আমার দ্বারে,
তারে বলে দিও,
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও।
ওই...
তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর
তীর ভাঙ্গা ঢেউ আর নীড়...
তুই কি জানিসনা তোর জন্য কান্না
ভোরের ঘাসের ঠোটে শিশির হয়ে ছুটে,
জানিস...
কখনো জানতে চাসনি
তোকে কত খুঁজেছি যে কিভাবে,
কখনো ডুবুরীর বেশে,
রাঙামাটি পথ শেষে কত কিভাবে।
কখনো বুঝতে চাসনি
আমি বলতে চেয়েছি...
তুই যে সুরুজ বন্ধু আমার আমি মেঘের কালো
নিশিরাতে তুই যে সোনা পূর্ণ চান্দের আলো ।।
বুকের মাঝে তুই...
তুমি আমায় করতে সুখী জীবনে
অনেক বেদনাই সয়েছো
তুমি আমায় করতে সুখী জীবনে
অনেক...
তুমি আমার কত চেনা সে কি জানোনা
তুমি আমার কত চেনা সে কি জানোনা
তুমি আমার কত চেনা সে কি জানোনা
এই...
তুমি আমার মনের মানুষ
মনেরই ভিতর
তুমি আমার মনের মানুষ
মনেরই ভিতর
তুমি আমার জান...
তুমি আর ডেকোনা পিছু ডেকোনা
আমি চলে যাই শুধু বলে যাই
তোমার হৃদয়ে মোর...
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই
আকাশ মেঘলা বৃষ্টি এখনও হয়নি
তুমি আসবে বলেই
কৃষ্ণচুড়ার ফুলগুলো...
তুমি একজনই শুধু বন্ধু আমার শত্রু ও তুমি একজন তাই
তোমাকেই ভালে লাগে তোমাকেই ভালে লাগে
তুমি আমার পুর্নিমা...
তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো,
তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো
তুমি এলে অনেক কথা এলোমেলো...
তুমি কার লাগিয়া গাঁথোরে সখি বকুল ফুলের মালা
নিশি রাতে কুঞ্জবনে আসবে কি শ্যাম...
তুমি নয় নাই কাছে আসলে
আমায় নাই বা ভালো বাসলে
তাই বলে আমি কি গো ভালবাসবো না
আমি কেন কাছে...
তুমি নিজের মুখেই বললে যেদিন
সবই তোমার অভিনয়...
তুমি হীনা দুপুরে নগরীর গতিময়তা
অশান্ত এ দুচোখে যা দেখি অচেনা
সময় এসে চলে যায় ঘড়ির কাটাঁয় ব্যস্ততায়
তুমি আসবে...
কেমন যেন হয়ে গেছি আমি
আমাকেই বুঝিনা,
তোমার চলে যাওয়ায় হৃদয়ে জমে গেছে
অন্যরকম এক বেদনা,
...
তোমাকে ছেড়ে আমি লিরিক্স:
হে-হে… আ-হা-আ-হা-হা
হে-হে… আ-হা-আ-হা-হা…
হে-হে… আ-হা-আ-হা-হা
হে-হে… আ-হা-আ-হা-হা…
হো… তোমাকে ছেড়ে আমি কী নিয়ে থাকব?
ভালোবেসে যাব ওগো যত...
তোমাদের সুখের এই নীড়ে
আমাকে খুঁজো না বন্ধু
আমি তো চলেছি ধীরে
তোমাদের সুখের...
তোমায় আপন করে রাখবো বলে
ভালো যে বেসেছি
তোমার দুটি চোখের সাগরে আমি
হারিয়ে গিয়েছি
...
তোমার ঐ হাসিতে কী দারুন জ্বালা
যে জ্বলে সেই জানে তুমি শুধু জাননা
ও চোখের চাউনিতে মরণের ইশারা
যেই দেখে...
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
তুমি তাই দু হাত ভরে
দিলে আগুন উজাড় করে
সেকি তোমার...
তোমার চোখে দেখলে বন্ধু
আকাশের নীল ভালো লাগে না
তোমার চোখে দেখলে বন্ধু
সাগরের নীল ভালো লাগে না
তোমার মুখের হাসি...
তোমার ভাজ খুলো, আনন্দ দেখাও
করি প্রেমের তর্জমা
তোমার ভাঁজ খোলো, আনন্দ দেখাও
করি প্রেমের তর্জমা ...
তোমার লাগিয়া রে
সদাই প্রাণ আমার কান্দে বন্ধুরে
প্রাণ বন্ধু কালিয়া রে।।
নিদয় নিঠুর...
তোর চোখে স্বপ্ন রেখে
আমার বেঁচে থাকার গান
একলা মানুষ একটাই স্মৃতি
আমার একটাই...
তোর জন্য আকাশ থেকে পেঁজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
...
তোর জন্য আমি বন্য
মাতাল অনুভব জুড়ে সব শূন্য শুধু বন্য
তুই নিখোঁজ অচিন পুরে...
দিন গেলো তোমার পথ চাহিয়া
মন পোড়ে সখি গো কার লাগিয়া
সহে না যাতনা তোমারো আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার...
আমিতো হয়েছি সারা
ভালোবাসায় দিশেহারা
বুঝি না কোনো কিছু তুই ছাড়া
দিয়েছি তোকে দিল...
[Convo: Bappi, Sylhet Girl and Dhaka girl]
Hello, Yeah what's up
আইচ্ছা কাইলকে রাত্রে তোমার কিতা হইছিল?
Phone ধরলায় না...
দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক
এই দুনিয়া ঘোরে বনবন বনবন
ছন্দে ছন্দে কত রঙ বদলায় রঙ বদলায়
দুরন্ত ঘূর্ণির এই...
দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে ?
বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম
জলে ভেজা মাঠে...
দ্বীপ ছিল শিখা ছিল
শুধু তুমি ছিলে না বলে
আলো জ্বললো না
ভাষা ছিলো কথা ছিলো
...
নকশি ফুলের রুমাল পাঠাইলাম বন্ধু আমার
বন্ধু আমার ভুইলোনারে নাম।।
রাইতের বেলায় রাইখো...
না না যেওনা ও শেষ পাতাগো
শাখায় তুমি থাকো
ছিলে তুমি ছিলাম আমি...
তোমার জন্য সকাল দুপুর
বাজিয়ে কোন বিষণ্ণ সুর
সন্ধ্যেবেলার যত্নে আঁধার
বুকে রাখে যেসব পাহাড়
বুকে...
নিলামে উঠছে দেশ,
নিলামে উঠছে দেশ,
কালখন জীবন বাঁচতে চাওয়াটা বিলাসিতা
বাজে প্রচারের ঢাক মগজ টা করে তাক
ব্রিহন্নলাই আছে সিতা।
হো...
নিশিতে যাইও ফুলবনে
– রে ভোমরা।
নিশিতে যাইও ফুলবনে।
জ্বালায়ে চান্দের বাতি
আমি জেগে রব সারা-রাতি গো;...
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?
স্বপ্নের আবছায়া তেপান্তর সবুজে সাজায় কে?
স্মৃতীর বাস ছিল দেশান্তর,...
লাল ফিতে সাদা মোজা সু-স্কুলের ইউনিফর্ম
ন'টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম
পড়া ফেলে এক ছুট ছুট্টে রাস্তার মোড়ে
দেখে...
হয়তো কারোর বুকে মাথা রেখে 2x
দীর্ঘশ্বাস হাসি দিয়ে ঢেকে
নিরাপত্তা উষ্ননতা দিয়ে ঢাকবে যন্ত্রনা
নীলান্জনা,...
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি
সোজা পথের ধাঁধাঁয় আমি অনেক ধেঁধেছি,
...
পাখি রে তুই খাঁচা ভেঙ্গে আমার কাছে আয়
চোখের মনি চোখের কাছে না থাকলে
মনটা আমার আকুল হয়ে
মরে যেতে...
পাগল তোর জন্যরে পাগল এ মন পাগল
পাগল তোর জন্যরে পাগল এ মন...
(হুম হুম না হুম হুম না হুম হুম না হে হুম হুম না
হুম হুম না হুম হুম...
পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা
সবই যে তোমায় দেবো, একটাই এই আশা
তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালোবাসি তোমাকে
পৃথিবীর...
যেদিন তুমি ভালবেসেছিলে নি: স্বার্থ
যেদিন তোমার বাবা আমায় বলেছিল অপদার্থ
যেদিন পেতেছিলাম সংসার করে স্বাক্ষর,
যেদিন ভেঙেছিলাম সংসার করে...
পৌষের কাছাকছি রোদ মাখা সেই দিন
ফিরে আর আসবে কি কখনো
খুশী আর লজ্জার...
প্রখর দারুন অতি দীর্ঘ দগ্ধ দিন
যত দুরে...
প্রজাপতি লিরিক্স:
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি
স্বপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
...
ফুল ফোঁটে ফুল ঝড়ে
ভালবাসা ঝড়ে পরেনা,
ভালবাসা ঝড়ে পরেনা
রাত যায় দিন আসে সেতো ফিরে আসেনা
আ… আ… আ… আ
আ…...
বনতল ফুলে ফুলে ঢাকা
দূর নীলিমায় উঠে চাঁদ বাঁকা
শুধু এই পথ চেয়ে...
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও
ভুলো না তারে...
বল মন সুখ বল বলে চল অবিরল
তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে
বল মন বলে চল না...
বলো বলো সুন্দরী কার দাম বেশী
পয়সার দাম নাকি প্রেমে ধরা হাসি
পয়সাটা নিয়ে যায় না বলে না কেউ
তাজা...
বাক্সে বাক্সে বন্দী বাক্স
বাক্সে বাক্সে বন্দী বাসা
বাক্স দিয়ে বাক্স গড়া
...
বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে
পাড়াপড়শি কয় জ্বিনে-ভূতে ধরেছে
কি করে বলি ওদের, কেউ আমায় ভালোবেসেছে
...
বাতাস ডাকে না আগের মতো
আকাশ হাঁসে না আগের মতো
পূর্ণিমা চাঁদ দেয় না আলো
তারার চমক লাগে না ভালো
পূর্ণিমা...
তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ,
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ।।
ডাইনে তোমার চাচার বাড়ী
বায়ের দিকে পুকুরঘাট,
সেই ভাবনায়...
বাঁশি শুনে আর কাজ নাই!!!
বাঁশি শুনে আর কাজ নাই… সে যে ডাকাতিয়া বাঁশি
বাঁশি শুনে আর কাজ নাই…...
বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুক না
ভিতর বলে দূরে থাকুক
বাহির বলে আসুক না ...
বিন্দিয়ারে বিন্দিয়া লাল শাড়ি পিন্দিয়া
গত বছর গেলি প্রেমের বাধন ছিড়িয়া।
ডিঙ্গি নায়ে...
বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের
হাহাকার শুনেও
নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি
গঙ্গা বইছো কেন
বিস্তীর্ণ...
বুকে আমার আগুন জ্বলে
বুকে আমার আগুন জ্বলে, জ্বলে যেতে দাও
চোখের জলে, ও চোখের জলে তুমি তারে কেন...
মনের ভেতর রইয়াছে ঘর
ঘরের ভেতর কে
সবখানে তার নজরদারি
খবর রাখে সে
মানে না সে আমার কথা
গোস্যা করে সে
কারণে বা...
ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায়না দেখা এপার ওপার 2x
নানান রকম জিনিস আর আসবাব দামী...
আমাকে কিভাবে তুমি বুঝাবে আবার
তুমি যে মিশে আছো আমায়
আমার দু'চোখের পাতায় প্রতিটি স্বপ্ন জুড়ে
...
বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে একেছি তোমায়
মোছনা তুমি তারে দুঃখেরই ছোয়ায়
সাজিয়ে...
বোকা মন লিরিক্স:
ভাঙ্গবেনা বলেছিলে তাই, এই মন
সব সুখ তোমার নামে দিলাম
যেইনা বুকেতে মেশালাম, তোমাকে
অচেনা কষ্টের খোঁজ পেলাম
কেন...
ভারত আমার ভারতবর্য
. স্বদেশ আমার স্বপ্ন গো
তোমাতে আমরা লভিয়া জনম
. ধন্য হয়েছি...
ভালবেসে গেলাম শুধু ভালবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না।।...
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে
আমার মনের ঘরে চাঁন্দের আলো চুইয়া চুইয়া পড়ে
পুষে রাখবো রাখবো রে বন্ধু...
ভালোবাসি বলে যাও লিরিক্স:
আমার এ দুনিয়াটা তুমি নিয়ে নাও
আমার এ দুনিয়াটা তুমি নিয়ে নাও
শুধু একবার ভালোবাসি বলে...
ভুল বুঝে তোমাকে যে কষ্ট দিয়েছি
করেছি অনেক অনুশোচনা।
আমারই জীবন থেকে চলে...
মন ভাবে তারে এই মেঘলা দিনে
শীতল কুয়াশাতে তার স্পর্শে
মন ভাবে তারে...
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
যার চোখ তাকে আর মনে পরে না-(২)
চেয়ে চেয়ে কতো রাত দিন কেটে...
মাঝি তুমি মাঝ গাঙে নাও বাইয়া যাও
আমার দিকে একবার ফিরা তাকাও
এই উথাল-পাথাল প্রেমের...
মাতাল বানাইছে লিরিক্স:
এই কি খাওয়াইছো আমায়
ঘুরে আসমান জমিন ভাই,
সবই উলোট-পালোট রঙিন...
মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
ও বন্ধু…
মানুষ মানুষের জন্যে
...
মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে।
কেউ না জানি এসে কারুকে না কয়ে...
যা আমায় টানে
তারই আকর্ষণে যাচ্ছি সীমানায়,
কী খুঁজছি জানিনা ও ও ..
বন্দী করে মন যে আমার
পোষ মানিয়েছে,
তাই মনটা...
মেঘ কালো আঁধার কালো
আর কলঙ্ক যে কালো
যে কালিতে বিনোদিনী হারালো তার কূল
তার চেয়েও কালো কন্যা তোমার মাথার...
মেঘ থম থম করে কেউ নেই নেই
জল থৈ থৈ করে কিছু নেই নেই
ভাঙ্গনের যে নেই পারাপার
তুমি আমি...
মেঘে ঢাকা শহর লিরিক্স:
জীবন ছুয়ে নামে কখনো জোছনা
টুপ করে হঠাৎ ঝরে কুয়াশা এক কনা,
অনুভবে মেঘ জমে অভিমান...
মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাব আকাশে
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাব বাতাসে
মেঘের নৌকা তুমি
তোমায়...
মেনেছি গো হার মেনেছি
তব পরাজয় মোর পরাজয় বারেবারে তাই জেনেছি
ফাল্গুনে ধরা...
যখন কেউ আমাকে পাগল বলে,
যখন কেউ আমাকে পাগল বলে,
তার প্রতিবাদ করি আমি
যখন তুমি...
যখন সময় থমকে দাঁড়ায়..
যখন সময় থমকে দাঁড়ায়.
নিরাশার পাখি দু’হাত বাড়ায় x2 ...
যদি এখানো আমাকে শুধু ভালো লাগে
ভালো না বাসো মন্দ কী
চোরা চাউনিতে যদি দূর থেকে দেখ কাছে না...
যদি কাগজে লেখ নাম, কাগজ ছিড়ে যাবে
পাথরে লেখ নাম, পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখ নাম, সে নাম রয়ে...
যদি প্রশ্ন করি সব চেয়ে মিষ্টি কী
হয়তো বলবে মধু
না গো না আমি বলবো...
যদি বন্ধু হও যদি বাড়াও হাত
যেনো থামবে ঝড় মুছে যাবে এই রাত
হাসি মুখ তুলে অভিমান ভুলে
রাঙা সূর্য...
যদি ভালোবাসো কোন একজনকে
তবে নিশ্চয়ই বলো I Love You
যদি ভালোবাস একাধিক জনকে
তবে দ্বিধাহীন হয়ে থাকো নিজেকে ঠকিও...
যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়… ||
এসো ঝর...
যদি মনেরই দাম দিয়ে মনটাই না মেলে
এ খেলা খেলে বলো কি হবে
যদি পুজারী ফিরে যায় প্রেম না...
যদি হঠাৎ আবার দেখা হয় দুজনার
যদি হঠাৎ আবার দেখা হয় দুজনার
কোন পথের বাঁকে, বহু কাজের ফাঁকে
কোন পথের...
যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ একদিন গলেও যায়
তবুও তুমি আমার ...
যা যা ফেরারী মন ছেড়ে স্মৃতির কোন
যা যা ফেরারী মন ছেড়ে স্মৃতির কোন
সব পাখি উড়ে যায় যে...
যাবার আগে কিছু বলে গেলে না
নীরবে শুধু রইলে চেয়ে
কিছু কি বলার...
যাবে কোথায় ফেলে আমায়
ভাবি তোমায় সাড়া প্রহর
তুমি হেঁটে যাবার আগেই
রাখি তোমার পথের খবর
একটু দাঁড়াও দুজনে...
যে প্রেম স্বর্গ থেকে এসে
জীবনে অমর হয়ে রয়
যে প্রেম স্বর্গ থেকে এসে
জীবনে...
যে ভাবেই তুমি সকাল দেখো
সূর্য কিন্তু একটাই
যে ভাবেই তুমি সকাল দেখো
সূর্য কিন্তু একটাই
...
যে সমাধি বেদিটার ঠিক উপরে
ঝুলন্ত গাছটা পড়েছে নুয়ে
ওখানে...
আজ রঙে রঙে রঙিন হবো
রঙের হাওয়ায় ভেসে যাবো,
রঙের দুনিয়ায়।
ভালোবাসায় দুটি প্রাণে
রঙ...
রঙ্গিনী কত মন মন দিতে চায়
কি করে বোঝাই কিছু চাইনা চাইনা চাইনা
সন্দেহে ভরা হোক তোমার দু’চোখ
আর কারো...
(M):রঙিলা বাড়ই তুই রঙিলা রে,,
তোর রূপের আগুনে হৃদয় পুড়ে
(F):শোনরে সুজন আমি...
রাজকুমার লিরিক্স:
জনম জনমের ভালোবাসা
তোমার আর আমার
জনম জনমের ভালোবাসা
তোমার আর আমার
তোমার রূপকথাতে
...
রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়,
রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায় [3x]
বাড়লো সিগারেটের দাম,
তছরুপের দায় সুখরাম,
...
রোদেলা দুপুরে, ক্লান্ত শরীরে
হেটে আসা- বহু দূর,
দুঃখকে ভুলে, হাতে হাত ধরে
গেয়ে যাওয়া প্রিয় সুর ...
ললিতা গো
ওকে আজ চলে যেতে বল না
ওকে আজ চলে যেতে বল না
ও ঘাটে জল আনিতে যাবো না,...
লিখে দেবো লিখে দেবো লিখে দেবো
লিখে দেবো লিখে দেবো লিখে দেবো
প্রিয়তমা তোমার নামে
এ জীবন...
যদি কখনো ফিরে আসো
দেখবে তেমনি আমি আছি দাঁড়িয়ে
সেই গান গেয়ে যা দিয়েছো আমায় তুমি
সেই গানই গাই সস্তা...
শাল পিয়ালের বনে কাছে এসেছিল
সবকিছু উজাড় করে ভালবেসেছিল
তারপর কী হতে কী হলো
জানা গেল না, বোঝা...
শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর
তাও যদি পাই আমি তাই চাই ...
(এখন তুমি কোথায় আছো? জানিনা। যেখানেই থাকো, ভালো আছো
তো? মনে পড়ে কি সেই রাতের কথা)...
শোনো, কোন একদিন
আকাশ, বাতাস জুড়ে রিমঝিম বরষায়,
দেখি, তোমার চুলের মত মেঘ সব ছড়ানো
চাঁদের মুখের পাশে জড়ানো,
মন হারালো,...
সইরে
চোখ দুটো তোর চৌকাঠে রাখ চৌকিদারীতে
বন্ধ করে রাখনা কপাট সময় থাকিতে
নয়তো পড়বি...
সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয় কেউ হয়না
জানিনা বলে যা লোকে সত্যি কিনা
কপালে সবার নাকি...
সহেলী গো কী নামে তোমায় বলো ডাকি
ফাগুনী তুমি না বৈশাখী
বলোনা আমায় তুমি শুধু একবার
মহুয়া না মৌমিতা কী...
মোরি কাসকে রে জিয়ারা
সইয়া কে ইয়াদ যব আয়ে
সুনা পরা হে মেরা অঙ্গনা
দি যো সন্দেশা ভিজাইকে
দি জো সন্দেশা...
সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি।।
জলসিঁড়ি নদীর তীরে,
তোর খুশির...
মা’র স্নেহ কাকে বলে জানি না
বাবার মমতা সে কী বুঝতে না বুঝতেই
এ বিরাট পৃথিবীতে দেখলাম
সে ছাড়া আমার...
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
...
সে যেন আমার পাশে আজো বসে আছে,
সে যেন আমার পাশে আজও বসে আছে
চলে গেছে দিন তবু আলো...
সেই বৃষ্টি রাতের কথা
আজ মনে পড়ে যায়
নিজেকে লুকালে তুমি
জলে ভেজা শাড়িটায়
সে রাত কোথায়
সে রাত...
সেইতো আবার কাছে এলে
এতদিন দুরে থেকে বলোনা কি সুখ তুমি পেলে।
এ...
সোনালী রং মেখে পাখীরা যায় নীড়ে
তাই দেখে বলে মন এসো তুমি ফিরে
...
স্বপন যদি মধুর এমন,
হোক না মিছে কল্পনা
জাগিও না আমায়, জাগিও না।।...
তুমি মানে তোমার চলে যাওয়া
তোমার জন্য সব ভুলে থাকা
জীবন মানে বাঁচার অভিনয়
...
স্বপ্নের মত ছিল দিনগুলো কফি হাউসেই আজ আর নেই।
জীবনে চলার পথে...
হয়তো তোমারই জন্য,
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য,
আশার হাত বাড়াই। ...
দুচোখে দেখিনা তোমায়
তবু আছো, তুমি আছো?
হাওয়া মেঘ সরায়ে, ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে...
হাজার মনের কাছে প্রশ্ন রেখে
একটি কথাই শুধু জেনেছি আমি
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই
প্রেম বলে কিছু নেই
কিছু নেই…
হাজার...
হায় রে স্মৃতি বড় জ্বালাময়
বারে বারে মনে হয়
যায় রে, ইতি হয়ে গীতিময়
ভালোবাসার পরিচয়, হায়...
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস...
যদি তুমি আমার হাত ধরে
অনেক দূর হেঁটে যাও,
যদি তুমি আমার ঘুম হয়ে
অনেক স্বপ্ন...
হারিয়ে গিয়েছি এইতো জরুরি খবর
অবাক দুই চোখে
ছায়া কাঁপে ভয়ে অভিমানে
হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে
হারাবো বলে, পা টিপে...
হেই সামালো হেই সামালো (৮)
হেই সামালো ধান হো
কাস্তেটা দাও শাণ হো
জান কবুল আর মান কবুল
আর দেবনা আর...