(তুই) মা হ’বি না মেয়ে হ’বি দে মা উমা ব’লে | Tui Ma Habi Na Meye Habi
(তুই) মা হ’বি না মেয়ে হ’বি দে মা উমা ব’লে
তুই আমারে কোল্ দিবি, না আমিই নেব কোলে।।...
(তুই) মা হ’বি না মেয়ে হ’বি দে মা উমা ব’লে
তুই আমারে কোল্ দিবি, না আমিই নেব কোলে।।...
অকূল তুফানে নাইয়া কর পার
পাপ দরিয়াতে ডুবে মরি কান্ডারি
নাই কড়ি নাই তরী প্রভু...
অগ্নি চঞ্চল-লীলায়িত-দেহা চির-চেনা
ফোটাও মনের বনে তুমি বকুল হেনা।।
যৌবন-মদ গর্বিতা তন্বী
আননে জ্যোৎস্না,...
অগ্নি-ঋষি! অগ্নি-বীণা তোমায় শুধু সাজে;
তাই ত তোমার বহ্নি-রাগেও বেদন-বেহাগ বাজে।।
দহন-বনের গহন-চারী...
অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে।
নিদ্রা নাহি তোমায় চাহি’ আমার নয়ন-পাতে।।
...
অঞ্জলি লহ মোর সঙ্গীতে
অঞ্জলি লহ মোর সঙ্গীতে
অঞ্জলি লহ মোর সঙ্গীতে
প্রদীপ-শিখা সম...
অনাদরে স্বামী প’ড়ে আছি আমি তব কোলে তুলে নাও
নিয়ে ধরণীর ধূলি আছি আমি...
অনাদি কাল হতে অনন্তলোক গাহে তোমারি জয়।
আকাশ–বাতাস রবি–গ্রহ তারা চাঁদ, হে প্রেমময়।।
...
অনেক কথা বলার মাঝে লুকিয়ে আছে একটি কথা।
বলতে নারি সেই...
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে গো।
পথ ছিল গো চলার, যদি দু’দিন...
অন্তরে তুমি আছ চিরদিন ওগো অন্তর্যামী
...
অম্বরে মেঘ-মৃদঙ বাজে জলদ-তালে
লাগিল মাতন ঝড়ের নাচন ডালে ডালে।।
দিগন্তের ঐ দুর্গ-মূলে
ধূলি-গৈরিক...
অয়ি চঞ্চল-লীলায়িত-দেহা, চির-চেনা
ফোটাও মনের বনে তুমি বকুল হেনা। চির-চেনা।।
যৌবন-মদ গর্বিতা তন্বী
আননে...
অরুণ-কান্তি কে গো যোগী ভিখারি।
নীরবে হেসে দাঁড়াইলে এসে
প্রখর তেজ তব নেহারিতে...
অরুণকান্তি কে গো যোগী ভিখারী
নীরবে হেসে দাঁড়াইলে এসে
প্রখর তেজ তব নেহারিতে নারি ৷৷
রাস বিলাসিনী আমি...
অরুন-রাঙা গোলাপ-কলি
কে নিবি সহেলি আয়।
গালে যার গোলাপী আভা
...
আ’ মেরে সঙ্গ আ, মঙ্গল গা হিল্মিল্কে এয় বনমালী।
আরমা ফের পুরে হো জাঁয়ে সারে...
আই লো, আই সতীন-রা আম খাবি তো আয়।
এ আম খেলে, হবে...
আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়
আমার কথার ফুল গো
আমার গানের মালা গো
কুড়িয়ে তুমি নিও
আমার সুরের ইন্দ্রধনু
রচে...
আকাশে ভোরের তারা মুখ পানে চেয়ে আছে
ঝরা-ফুল অঞ্জলি পড়ে আছে,পা’র কাছে।
দেবতা গো,জাগো জাগো জাগো।।
আঁধার-ঘোমটা খুলি...
আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই।
ওই পাহাড়ের ঝর্না আমি, ঘরে নাহি...
আকুল ব্যাকুল ঢুঁড়ত ফিঁরু শ্যাম তুম বিনা রহন না জায়।
তুম হারে কারণ সব কুছ ছোড়ি...
আঁখি ঘুম-ঘুম-ঘুম নিশীথ নিঝুম ঘুমে ঝিমায়।
বাহুর ফাঁদে স্বপন-চাঁদে বাঁধিতে কারে চায়।।
আমি...
আগুন জ্বালাতে আসিনি গো আমি এসেছি দেয়ালি জ্বালাতে
শুধু ক্রন্দন হয়ে আসিনি এসেছি চন্দন হতে থালাতে॥
ধরায়...
আজ নিশীথে অভিসার তোমারি পথে প্রিয়তম।
বনের পারে নিরালায় দিও হে দেখা নিরুপম।।
সুদূর নদীর ধারে নিরালাতে...
আজ ভারতের নব আগমনী জাগিয়া উঠেছে মহাশ্মশান
জাগরণী গায় প্রভাতের পাখি ফুলে ফুলে হাসে গোরস্থান॥
ট’লেছে অটল...
আজ শ্রাবনের লঘু মেঘের সাথে মন চলে মোর ভেসে’,
রেবা নদীর বিজন তীরে মালবিকার দেশে।।
মন ভেসে...
আজ সকালে সূর্য ওঠা সফল হলো মম
ঘরে এলে ফিরে পরবাসী প্রিয়তম।।
আজ প্রভাতের কুসুমগুলি
সফলে হলো ডালায়...
আজো কাঁদে কাননে কোয়েলিয়া।
চম্পা কুঞ্জে আজো গুঞ্জে ভ্রমরা, কুহরিছে পাপিয়া।।
প্রেম-কুসুম শুকাইয়া...
আজো ফোটেনি কুঞ্জে মম কুসুম ভোমরাকে যেতে বল।
সখি গুঞ্জরি ফেরে কেন কুঞ্জে বৃথাই এত ছল।।
কত...