Sawan Ka Nazara | Chilekotha | Nachiketa Chakraborty | Sudeshna Ganguli
Sawan Ka Nazara Hai
Aese mein aajao sanam o..
Chup chup ke baharon mein...
Sawan Ka Nazara Hai
Aese mein aajao sanam o..
Chup chup ke baharon mein...
অতি নরাধম অধমের অধম পাজি আমি নচ্ছাড়,
অতি নরাধম অধমের অধম পাজি আমি নচ্ছাড়,
দেশটারে চাই লুটেপুটে খেতে করি...
অন্তর দিলাম বিছাইয়া
বইসা লওনা জিরাইয়া
যদি তোমার চাই মনে
পরান রাইখা পরানে
নয়ন রাইখা নয়নে...
অবাক পৃথিবী অবাক করলে তুমি
জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি
অবাক পৃথিবী অবাক করলে তুমি
জন্মেই...
অশ্রু দিয়ে লেখা এ গান
যেন ভুলে যেয়ো না
একই বন্ধনে বাঁধা দু'জনে
এ বাঁধন খুলে যেয়ো না
অশ্রু দিয়ে লেখা...
আইলো দারুণ ফাগুন রে
লাগলো মনে আগুন রে
একা একা ভালো লাগেনা
আইলো দারুণ ফাগুন রে
লাগলো মনে আগুন রে
একা একা...
আকাশে বাতাসে কত সুর ভেসে যায়
কোন উদাসী কথা বুনে গানে ভাসায় গো |...
আকাশেও অল্প নীল
ভুল হতো অন্তমিল
একা একা রংমিছিল ছিলে না যখন
মুঠো ভরা মিথ্যে-ফোন...
আকাশের অস্তরাগে
আমারই স্বপ্ন জাগে,
তাই কি হৃদয়ে দোলা লাগে।
আজ কান পেতে শুনেছি...
আকাশের হাতে আছে এক রাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গায়ে জ্বলে...
আঁখি ওতো আঁখি নয়, বাঁকা ছুরিগো,
কে জানে সে কার মন করে চুরি গো।...
আগুনের দিন শেষ হবে একদিন
ঝরনার পাশে গান হবে একদিন
এ পৃথিবী ছেড়ে চল যায়
স্বপ্নের...
আগে যদি জানতাম রে বন্ধু
তুমি হইবা পর,
ছাড়িতাম কি বাড়ি আমার
ছাড়িতাম না ঘর।
...
আছেন আমার মোক্তার
আছেন আমার বারিস্টার
আছেন আমার মোক্তার
আছেন আমার বারিস্টার
শেষ বিচারের হাইকোর্টেতে ...
আজ আকাশ আমায় ডাক দিয়েছে
নতুন নিমন্ত্রণে
বাতাস আমায় জড়িয়ে ধরে
প্রাণের আলিঙ্গনে।
আমায় ডাক দিয়েছে ...
আজ আছি কাল কোথায় রব
কোথায় রব কে জানে,
কাল কি হবে তাই...
আজ এইতো প্রথম এমন করে
আমার কাছে এলে,
আকাশ বুঝি তারার প্রদীপ
তাই দিল...
আজ দুজনার দুটি পথ
ওগো দুটি দিকে গেছে বেঁকে ।
তোমার ও পথ আলোয় ভরানো জানি
আমার এ পথ আঁধারে...
আজ বসন্তে মস্ত মরশুমে
গায় সে পাধানিসা, ধানি পাদাপা, নিনিধাপা |
গাহে পাপিয়া,...
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
হারিয়ে যাব আমি তোমার সাথে
সেই অঙ্গীকারের...
আজ রাত সারা রাত জেগে থাকব
দু’চোখের ইশারাতে কাছে ডাকব
লাজ যদি ভেঙে যায় দুষ্টুমিতে
ভালবাসা তারে আমি...
আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে
যেন সাগরে মেশে ভরে দিলে মন...
আজব গাঁয়ের আজব কথা
শুনবে কি তার বুকের ব্যথা ?
আজব গাঁয়ের আজব কথা
শুনবে কি...
ও তিরিশ টাকা কেজি মাছ বাবু পেয়ে খাবে গো
জল দিয়ে বেশি করিস না
আটটা বাজে দেরি করিস না
আটটা...
আঁধারে আমি তোমায় খুঁজে মরি,
চলিতে যে হায় কাঁটা বেঁধে পায়
জলে আঁখি...
ও আধো আলো-ছায়াতে, কিছু ভালোবাসাতে
আধো আলো-ছায়াতে, কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে বলো কার?
কারও নয়, শুধু যে আমার
ও...
আনন্দময়ী মাগো সদানন্দে হাস তুমি
আলোয় কভু দাও না ধরা
আঁধারে মা আস তুমি। ...
আনবে ভোর সূর্য, তোর বুকে আগুন জ্বলতে দে
মানবে হার অন্ধকার, আলোর পথে চলতে দে
আনবে ভোর সূর্য, তোর...
আবার নতুন সকাল হবে
দুঃখ কারও থাকবেনা।
...
তোমার অভিমানে ভরা
কৃষ্ণকলি নামে ধরা দিতে চায়,
পথ হারিয়ে ফেলে সুবর্ণরেখা তাই
দু'চোখ ঢেকে যাচ্ছি...