অচেনা শহর | Ochena Shohor
এক স্বচ্ছ অনাবিল আকাশে
মেঘ ভাসে
প্রশান্ত সময়ের পটভূমিতে
রঙিন ঘুড়ি এক ওড়ে আনমনে
এক ছোট্ট মায়াবী শহরে
একটি ছেলে
একাকী ভাবে সেই...
এক স্বচ্ছ অনাবিল আকাশে
মেঘ ভাসে
প্রশান্ত সময়ের পটভূমিতে
রঙিন ঘুড়ি এক ওড়ে আনমনে
এক ছোট্ট মায়াবী শহরে
একটি ছেলে
একাকী ভাবে সেই...
অতসী তোমাকে ভালোবাসি
বড় বেশি খুব বেশি
তুমি তা জানলেনা কখনো
তুমি তা দেখলেনা...
ভেবে ভেবে তোমার কথা উদাস হয়ে যাই
একা নির্জনে স্বপ্নের সংসারে খুঁজি তোমায়
কতদিন কতরাত্রি গিয়েছে পেরিয়ে
কভু আনমনে ছুঁয়ে...
হুমমম… অনামিকা
হুমমম… অনামিকা
কি নাম ধরে ডাকবো তোমায়
কোথাও যে নেই কোন উপমা।
হুমমম…...
অনেক দূর স্বপ্ন আমার,
অনেক দূর আমার চাওয়া
হাতের কাছে তারার মতো,
আমার...
আমি কখনো যোদ্ধা,
কখনো বিদ্রোহী,
কখনো কবিতার কবি
আমি কখনো আকাশ,
কখনো নদী,
কখনো শিল্পীর ছবি
আমি...
যেদিন তোমার সাথে প্রথম দেখা হল
অবরোধে দেশটা ছিল অন্ধ
না গাড়ি, না বাস, না ট্রেন,
শুধু রিকশা ছিল;
যেদিন তোমার...
অবাক ভালোবাসা লিরিক্স:
[Verse 1: Babna Karim]
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারারা
সব শব্দ থেমে...
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারা রা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক...
অভিমানে নয় কিছুটা অভিযোগ নিয়ে
অন্য কিছু নয় শুধু তোমাকে শুধাই
কতটা এই আমায় আশা হত করে
তুমি সুখ খুজে...
হাজারো বছর ধরে চলেছি, অন্ধ এক মোহে
ছুটেছি সূর্যেরি দিকে এক নিষ্ঠুর ধূসরতায়
কত বিদ্রোহ করেছি কত রাত কেঁদেছি
কত...
আগের জনমে তুমি ছিলে আমার
আর এই জনমে তুমি ভুলে গেলে আমায়
আগের জনমে তুমি ছিলে আমার
আর এই জনমে...
আজকের আকাশে অনেক তারা
দিন ছিল সূর্যে ভরা
আজকের জোছনাটা আরো সুন্দর
সন্ধ্যাটা আগুন লাগা
...
পারছি না আর সইতে মাগো আমি এ যন্ত্রণা
মন চাইছে ঠিক বলে দেই মুক্তির আস্তানা
আঙ্গুলগুলো অবশ ভীষণ, একটিও...
মন বসে না কোনো কাজ নেই
মন কি যে চায় জানিনা
ঘুম আসেনা চৈতি হাওয়ায়
ভাবি বসে আঙ্গিনায়
এই মন আন্...
সেই কবে ছিল উচ্ছাস,
কিছু শঙ্কায় ভরা চুম্বন
ছিল প্রেমিকার ঘন নিশ্বাস,
হাসিমুখে ফোয়ারা।
এই অবেলায় ফোঁটা কাশফুল,
নিয়তির মত...
আমায় ধরে রাখো,
আমায় বেঁধে রাখো,
আটকে রাখো চোরা হাতে
আর করো না দেরি
...
আমার প্রথম সেই কলেজ জীবন
তোমাকে ঘিরে ছিল স্বপ্ন যেমন।
আমার প্রথম সেই নতুন জীবন
...
আমারই এই অন্ধকার
তোমারই দেওয়া এক উপহার
আমি বেঁচে আছি তোমারই প্রতীক্ষায়
নাই, তুমি নাই ...
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত...
অবাক বিশ্ময়ে হতবাক এই নরম হৃদয়ে
এসেছিল এক ঝড় দমকা কালবোশেখী হয়ে
ভেবে দেখো সে ঝড় কতটা কষ্টকর তার...
আমি চলে যাব একদিন
কোন দূর অজানায়
খুঁজে পাবেনা আমায় কোনদিন
সারারাত একা সাথী...
সুন্দরীতমা আমার
তুমি নীলিমার দিকে তাকিয়ে
বলতে পারো
এই আকাশ আমার ...
আমি নিশি রাইতের জংলা ফুল
আমি ভাঙা নদীর ভাঙা কূল
আমি নিশি রাইতের...
আমি বারো মাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারো মাস তোমার আশায় আছি
...
আমি হাত দিয়ে যা ছুঁই
তা দুঃখ হয়ে যায়
সেই হাতে কি বলো বন্ধু তোমায়
ছোঁয়া যায় বলো তোমায় ছোঁয়া...
আয়না অথবা তুমি
স্বচ্ছ জল অথবা তুমি
আয়না অথবা তুমি
স্বচ্ছ জল অথবা তুমি
অথবা তুমি
রেশমি সুতোর...
শেষ বিকেলের আলো বিষাদ সন্ধা,
চলতে চলতে পথে,
হঠাৎ প্রশ্ন জাগে,
আর কতকাল খুজবো তোমায়?
আর কতকাল খুজবো...
আরও কিছুক্ষণ কি রবে বন্ধু
আরও কিছু কথা কি হবে ।।
বলবে কি...
আসমান ভাইঙ্গা জোছনা পড়ে
আমার ঘরে জোছনা কই?
আমার ঘরে এক হাঁটু জল
পানি তে থৈ...
সুখেরই পৃথিবী
সুখেরই অভিনয়
যত আড়াল রাখো
আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুঃখী ...
ইচ্ছে করে
যাই চলে যাই অচিনপুর
যেখানে দুঃখ নেই কষ্ট নেই
ঝলমল করে আলো
রোদ্দুর………
ইচ্ছে...
খেটে খাওয়া মজুরের ঘামে ভেজা ফসলে
ঈশ্বর আছে
খেটে খাওয়া মজুরের ঘামে ভেজা ফসলে
ঈশ্বর আছে
ঈশ্বর আছে দুঃখিনী মায়ের এক...
অভিলাষী আমি অভিমানী তুমি
হাজারো স্বপ্ন নিয়ে সবকিছু ভুলে গিয়ে
পৃথিবীতে বসে আছি সংসার সাজিয়ে
জানে অন্তরযামী কে বা আগে...
এ আকাশ এমন আকাশ
কখনো ছায় মেঘে
সে আবার সুখেই ভাসে
দক্ষিন হাওয়ায়ে
মেঘে ঢাকা...
এই দিদিমণি, দিদিমণি,
সেলাই দিদিমণি ।
ছলো ছলো চোখে সেই দিদিমণি ।
আরে দিদিমণি, দিদিমণি ।
সেলাই দিদিমণি । আআআ… দিদিমণি
এই...
এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান,
সকল খিস্তি খেউর রাজা উজির মেরে
মাস্তানি সব সেরে,
বিকেল বেলা তোমার বাড়ির লাগোয়া পথ...
সুখের ই প্লাবনে বাতাস বহে দক্ষিণা
ঘুম কেড়ে নেয় মায়াবি নীল ওই জোছনা
এই রাত শেষ না হয় (২X)
তুমি যদি বলো
ভোরের বেলার কাক
শব্দ করা একলা ইস্টিমার
ফেরিওলার হাক
লাঠি হাতে ডাকাত সর্দার
রাত...
এই শহর এখন ঘুমিয়ে গেছে
এখানে কোথাও কেউ জেগে নেই
শুধু জেগে আছি...
এই শহরের কত শত অট্টালিকার ফাঁকে
আমার জানালা ভরে ছবি হয়ে ঝুলছে আকাশ
আমি আর এক ফালি নিষ্পাপ চাঁদ
সারারাত...
আমি আর আমার দু'চোখ
কখনও জলে ভেজাবো না
এ ব্যথা আমারই থাক
চাই...
একদিন ঘুম ভাঙ্গা শহরে
মায়াবী সন্ধ্যা চাঁদ জাগা এক রাতে
একটি কিশোর ছেলে একাকী স্বপ্ন দেখে
হাসি আর গানে.. সুখের...
অবশেষে জেনেছি মানুষ একা
নিজের কাছে নিজেই একা x2
এই সংসারে সবাই একা
কেউ বোঝে না কারো ব্যথা
তোমার কাছে তুমি...
মায়াবী এ রাতে ঘুমিয়ে আছে সবাই
জোনাকীরা জ্বেলে আলো বিলিয়ে যায়
একাকী এ প্রহর যেন নিশ্চুপ নীরবতায়
চেনা কন্ঠ ঐ...
কৈশোর, যৌবন, বৃদ্ধ এ তিন;
সচেতন, অচেতন, উদাসীন।
অতীত, ভবিষ্যৎ, বর্তমান…
তরল, জ্বলিও ও কঠিন।
দিন দিন প্রতিদিন
হিসেবটা ইদানিং
দেখে নিন, বুঝে...
এখন অনেক রাত
খোলা আকাশের নীচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি ...
বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে
হাঁটছি আমি মেঠো পথে,
মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি
বহুদিন তোমায়...
যেদিন বন্ধু চলে যাবো
চলে যাবো বহুদূরে
ক্ষমা করে দিয়ো আমায়
ক্ষমা করে দিয়ো ...
এমনও নিশিরাতে
ও তুমি এসেছো বসেছো মোর পাশে,
মন আমার আনচান আনচান করে
ও বন্ধু ঠিক আছে… ঠিক আছে ঠিক...
ঐ দুর পাহাড়ে লোকালয় ছেড়ে দুরে
মন কেড়েছিলো এক দুরন্ত মেয়ে সেই কবে
হিমছড়ির বাঁকে
...
ঐ দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে
নিসঙ্গ বসে একটি মেয়ে গাইছে,
আপন সুরে, আপন সুরে, আপন...
ঐ লাল শাড়ি রে
নিশি রাতে যায় কোন বনে -লাল শাড়ি রে
চুল ভিজিয়ে সুগন্ধী তে – লাল শাড়ি...
ও আমার সখি
জলের মাখামাখি
ওরে ও আমার সখি
জলের মাখামাখি
ছেড়ে এবার ঘাটে আয়
ওলো সখি পরাণ আমার যায় রে যায়
ওলো...
চোখের দেখায় মনের দেখা হয়
চোখের দেখায় যদি মনে রয়
ভালোবেসে তোমরা তাকে কি বলবে
কি...
ওই এলো রে ওই এ লো রে ওই এলো রে বান
আমার মন পবনের সাম্পান
উজানে ধইরাসে টান
উজানে ধইরাসে...
ওরে দেখে যারে তুই রাতের নিরবতা
ওরে দেখে যারে তুই ব্যস্ত পুর্নিমা
শুধু পরে আছি আমি একা
...
কখনো কখনো মনে
এলোমেলো বৃষ্টি ঝরাও
হারিয়ে যাওয়া সেই তুমি
স্মৃতি হয়ে আমাকে কাঁদাও
হায়...
কথা নয় মুখে মুখে
কথা হবে মনে মনে
কথা নয় মুখে মুখে
কথা হবে মনে মনে
দূরে কাছে যত বন্ধু আছে
কথা...
কবিতা তুমি এখনও
রাত হলে কি তারাদের গুনো
কবিতা তুমি এখনও
বিকেল হলে সেই গান শুনো ...
কবিতার মতো সে চোখ দুটো
এখন কোথায় তোমার
যে চোখে অপলক দৃষ্টিতে
আমায় আপ্লুত...
কলি কালের ভন্ড বাবা খাজা বাবার নাম ভাঙ্গাইয়া
ধর্মটারে ল্যাঙ মারিয়া ভাঁওতাবাজির এমডি সাজে
বাবারে বাবা ও বাবা ভন্ড...
কলেজের করিডোরে দেখেছি
চোখ দুটি ছিল যার সুন্দর
মোনালিসা হাসি দিয়ে বেধেছে
সে যে এই বিরহের অন্তর
সে যে এই বিরহের...
আমার একটা নির্ঘুম রাত
তোমার হাতে তুলে দিলেই
বুঝতেই তুমি
কষ্ট কাকে বলে
কষ্ট কাকে বলে
...
সত্য কি তেতো
সেকি জীবনের মত
বেচেও মোরা নাকি বিভেদের ক্ষত
মিথ্যা কি ভুল
নাকি...
কাল সারারাত আমি তোমায় মনে এঁকেছি
কাল সারারাত আমি তোমায় মনে এঁকেছি
আর...
কালো মাইয়া কালো বইলা
কইরো না যে হেলা
ওরে সাদা মুখে নাইরে যাহা
কাল তে যে আছে তাহা
ও কি হায়...
কিছু কথা, কিছু গান আছে
তবুও আমার ব্যথার মাঝে
ছিঁড়েছে তার, তবু প্রাণ আছে
ছিন্ন বীণায়...
কিছু ভুল ছিল তোমার, কিছু আমার
তুমি করোনি স্বীকার বন্ধু, আমি করেছি
একসাথে চলতে, কথা বলতে
কত ভুল বোঝাবুঝি হয়...
কেনো বৃষ্টি ঝড়ে যায় নীরবে মনে
কেনো আমাকে ভেজাও অলস এ ক্ষণে
কেনো যে ডেকে যাও আজ আমায়
ফেরাতে পারিনা,...
একা একা মনের কোণে
জমেছে মেঘ প্রতিক্ষণে
তুমি বৃষ্টি হয়ে ঝরে যাও
কেন বারেবারে দূরে সরে যাও
জানিনা এ আমায় ভূলে
কোথায়...
খুঁজে বেড়াও যারে, তারে পাবে না রে
সেই স্বপ্নটা ঝরে যাবে
খুঁজে বেড়াও যারে, তারে পাবে না রে
সেই স্বপ্নটা...
ভেসে যাচ্ছি এবং,
ভিজে যাচ্ছি আবার
এক অপূর্ব অসম্ভবে
শোনো তুমি কি আমার হবে
বলো তুমি কি আমার
শোনো তুমি কি আমার...
গতকাল রাতে বিবেক আমায়
স্বপ্নের কড়া নেড়ে করলো জিজ্ঞেস
আমায় ছাড়া আর কতদিন রবে?
...
গাড়ি চলে না চলে না,
চলে না রে, গাড়ি চলে না।
চড়িয়া মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
...
চারিধারে নকশা মাঝখানে লেখা
নারীর ভালবাসা ঘরের শোভা
ঘরে ঘরে বাংলার বেড়ার দেয়ালে
কাপড়ে খুদিত মহাকাব্য শোন
”যাও পাখি বল তারে...
ছয়টি তারে লুকিয়ে আছে
ছয় রকমের কষ্ট আমার।।
ফুরিয়ে যাওয়া মানুষের মত
নির্ঘুম রাত জেগে জেগে
...
গুরু ঘর বানাইলা কি দিয়া
দরজা জানালা কিছু নাই
ক্যামনে তোমায় দেখতে পাই
গুরু ঘর বানাইলা কি...
ঘুমন্ত শহরে, রূপালী রাতে
স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরন জড়িয়ে
আমি আছি আছি, তোমার স্মৃতিতে ...
তালপাখা হাতে নিয়ে
তোমার শিয়রে বসে
নির্ঘুম রাত কাটিয়ে দেব
ঘুমাও তুমি, ঘুমাও তুমি ...
চন্দ্রীমা রাত্রিতে
কিংশুক-সৌরভে
চন্দ্রীমা রাত্রিতে
কিংশুক-সৌরভে
...
একটা একটা এলোমেলো পায়ে
একটু একটু তোমার কাছেই যাওয়া
একটা দুটো অচেনা কথার মোড়ে
একটু একটু তোমায় খুঁজেই পাওয়া
একটা একটা...
হিসেবের খাতা খুলে বসে থাকি মন ভুলে কখন যে মাসটা ফুরায়।
দিনে দিনে মাস গেলে বেতন পকেটে এলে...
চাঁদ তারা সূর্য নও তুমি
নও পাহাড়ী ঝর্না
যদি বলি ফুল তবুও হবে ভুল
তোমার তুলনা হয়না
তুমি না...
ছাইড়া গেলাম মাটির পৃথিবী
জীবন খেলায় হারাইলাম সবই
বুকে জমাট বাঁধা অভিমান
কি...
ছাইড়া গেলাম মাটির পৃথিবী
জীবন খেলায় হারাইলাম সবই
বুকে জমাট বাঁধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান
ছাইড়া গেলাম মাটির পৃথিবী
জীবন...
ছুটছে রাতের ট্রেন
নিঝুম আঁধারে….
যাত্রীরা সব ঘুমে,
আমি জেগে…..
ছুটছে রাতের ট্রেন
...
আমিতো সাধারণ একজন
অতি সাধারণ এই মন
অথচ আমার ভালবাসা অসাধারণ ।।
ও বন্ধুরে একবার ছুঁয়ে দেখ...
মনপুর জংশন থেকে পাহাড়পুরের পথে
খাল পেরিয়ে মাঠ পেরিয়ে সবুজ ধানের ক্ষেত্ পেরিয়ে
কাজল দীঘির জল ছুঁয়ে ভালোবাসার চিঠি...
আমাদের কিছু কিছু প্রশ্ন ছিল…..
অশান্ত মনে বড় যন্ত্রনা ছিল…..
আমাদের ছোট বড় প্রতিবাদ ছিল….
নিন্দিত হল এই নন্দিত জীবন...
শুধু ভালবাসাটুকু থাক আর সব মুছে যাক।।
পৃথিবীর পথে পথে আমরাই যাবো লিখে,
আগুনের ফুলকি দিয়ে নতুনের গান।
জয় তরুনের...
জয় বাংলা বাংলার জয়।।
হবে হবে হবে, হবে নিশ্চয়
কোটি প্রাণ এক সাথে জেগেছে অন্ধরাতে
নতুন সূর্য ওঠার এই তো...
বাজো বিদ্যুৎ তার
বাজো বিদ্যুতে
বাজে জঞ্জাল হয়ে
বাজো উদ্ভট সুরে
বাজো গোলমাল
বাজো বেসামাল
করো তাল ভুল, তোলো ভুল সুর ||
জাত যায়...
শুনো ও প্রিয়া কতো যতনে
একেছি যে তোমায় আমার এই মনে
কি জাদু তোমার প্রেমে
কি জাদু তোমার চোখে
নিরববে বসে...
জানুয়ারী ফেব্রুয়ারী
তোমার আমার ছাড়াছাড়ি।।
কন্যা পাইছে সুখের খনি দক্ষিণেতে বাস।।
সব মাসই তার ফাগুন মাস আমার সর্বনাশ।।
...
প্রলয়ের শিঙ্গায় ফুক দিয়ে ইঠে ইসরাফিলে
চারিদিকে কলবে কলবে রোল পড়ে যায়
তলে...
ওহ মৌ,
তুমি জানো না যে মাঝরাতে
একঘেঁয়ে এই বিছানাতে
আজও কথা বলি কার সাথে। ...
কাঁদো, আরো কেঁদে কেঁদে হালকা হও
তুমি, হাসো, প্রাণ খুলে হেসে ভেসে যাও,
তুমি।
এই আছি এই নাই হাসি গাই...
গুনে রাধা কৃষ্ণ প্রতি দিনক্ষণ
কানে কানে বলে গেলো জয় বৃন্দাবন
জোসি প্রেম দেয়া নেয়া...
এ মন কেন মানেনা মানেনা মানেনা
নিঝুম আঁধার কাটেনা কাটেনা কাটেনা
প্রতীক্ষায় জীবন আমার
কেঁদে কেঁদে ক্ষয়ে ক্ষয়ে যায়
হায় জ্বালা...
চুপচাপ বসে তুমি মেঘের আড়ালে
দূতেরা তোমায় নিয়ে গান লিখে যাবে
তোমার পথ চেয়ে সারাটা জীবন
আমার দিন রাত আজ...
আমার স্মৃতির প্রোলেপে
বাতাসের কান্নাতে
তুমি কথা দিয়েছিলে
নিশ্চুপ কোন...
ডাকপিয়নের হাজার চিঠির ভিড়ে
তোমার চিঠি আসবে কি গো
আমার কাছে ফিরে।
কোথায় আছো...
এক পুরুষে গড়ে ধন
এক পুরুষে খায়
এক পুরুষে গড়ে ধন
এক পুরুষে খায়
আর এক পুরুষ এসে দেখে
খাওয়ার কিছু নাই
আমার...
তুই কি জানিসনা তোর জন্য কান্না
ভোরের ঘাসের ঠোটে শিশির হয়ে ছুটে,
জানিস...
কখনো জানতে চাসনি
তোকে কত খুঁজেছি যে কিভাবে,
কখনো ডুবুরীর বেশে,
রাঙামাটি পথ শেষে কত কিভাবে।
কখনো বুঝতে চাসনি
আমি বলতে চেয়েছি...
তুমি ছিলে কাল রাতে জোছনার সাথি
নিয়েছিলে মন খানি দিয়ে দুটি আঁখি
...
থেকে থেকে ভাবি
তুমি ময় এই জীবন
সুখে সুখে হলো
আহা কি অনুপম
আবেগে শোন...
তুমি জানলে না
আমার হাসির আড়ালে কত যন্ত্রণা, কত বেদনা
কত যে দুঃখ বোনা || ...
খেয়ালি রাতের আড়ালে
হলো তোমার সাথে পরিচয়
মায়াবি বাঁধনে জড়ালে
সবই ছবির মত মনে হয়
অজানা কোন ঠিকানায় হারালে
জানি না তুমি...
তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
তুমি যদি গতি হও
আমি হব অনন্ত পথ
তুমি যদি নদী হও
আমি...
এ হৃদয় মোহনায়
একাকী অসময়
স্মৃতিগুলো আল্পনায়
রঙে ছবি এঁকে যাই
তুমি নেই তবু আজ
স্বপ্নেরা...
দুপুরের আকাশেতে,
রোদ, ঝড়, বর্ষায়,
ক্যাপসুল ট্যাবলেটে
নদীর গভীর জলে,
নভেলের পাতা জুড়ে, ...
তুমি অকারণে এই মনে ব্যথা দিও না
ভালোবাসি এত তবুও কেন বুঝো না
যদি যাও দূরে বহুদূরে ভুলে থেকো...
তোমাকে দেখলে একবার
মরিতে পারি শতবার,
তুমি নও তো কভু হারাবার
জীবনে মরনে
বিরহের এই নিশি লগনে
জেগে...
তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার
তোমাদের মাঝে কি কেউ আছে পথ ভোলা
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে...
গঙ্গা যদি যাইতে পারি
তোমায় আমি পাইতে পারি
ভ্রমর কালো নদী…..
নদী যদি বাইতে পারি
...
তোমার ঘরে বাস করে কারা ও মন জান না
তোমার ঘরে বাস করে কারা ও মন জান না
তোমার...
তোমার চোখে দেখলে বন্ধু
আকাশের নীল ভালো লাগে না
তোমার চোখে দেখলে বন্ধু
সাগরের নীল ভালো লাগে না
তোমার মুখের হাসি...
তোমার বিয়ের রাতে, নেশায় মাতাল হবো না তোমার দুঃখে
আমি করবো না আর লং মার্চ...
তোর জন্য আকাশ থেকে পেঁজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
...
তোর প্রেমেতে অন্ধ হলাম
কি দোষ দিবি তাতে ,
বন্ধু তোরে খুঁজে বেড়াই ,
সকাল - দুপুর - রাতে ।...
দিওয়ানা দিওয়ানা তোমার প্রেমের দিওয়ানা
তুমি বুঝলানা বুঝলানা আমার মনের বেদনা
এত সস্তা না সস্তা না রাস্তা ছেড়ে যাবো...
দিন গেলো আবার দিন ফিরে এলো
সেই তুমি গেলে আর ফিরে এলে না
কোথায় আছো তুমি কেমন আছো
একবারও কেন...
চেয়ে দেখ উঠেছে নতুন সূর্য
পথে পথে রাজপথে চেয়ে দেখ রঙের খেলা
ঘরে বসে থেকে লাভ কি বল
এসো চুল...
যাই চলো, এ কোলাহল ছেড়ে
যাই চলো, এখানে মনের কথা
যায় কি বলা তুমি বলো
যাই চলো, নরম ঘাসের কাছে
কোলাহলে...
মোরা শাসন মানিনা, বারণ-ও শুনিনা
করি তাল-বাহানা, করি নানা ছলনা
মোরা গলা ছেড়ে...
দূরে বহুদূরে গাংচিল
উড়ে উড়ে কাকে খুঁজে বেড়ায়
দূরে বহুদূরে গাংচিল
উড়ে উড়ে কাকে খুঁজে বেড়ায়
অসীম শুন্যতায় যেখানে আকাশ নীল
অবিরত...
দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়
ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়
এ জীবনে তুমি ছাড়া আর কিছু নাই
হারিয়ে যাওয়া...
দৃষ্টির সীমানায় বুকেরই আঙ্গিনায়
তুমি আছো সব ই আছে
তুমি নেই কিছু নেই
তুমি...
আরো গভীরে যদি যেতে
আমার প্রতি ভাবনায়
আবেগী খেলা খেলেছে কে
জীবন নিয়ে আমার...
ধিকি ধিকি আগুন জ্বলে
দুঃখের নদী বইয়া চলে
ধিকি ধিকি আগুন জ্বলে
দুঃখের নদী...
নিঝুম শহরে বৃষ্টি ধোঁয়া রাত্রি
মৌন ক্লান্ত আমি সময়ের যাত্রী
পিছু ফেলে যেতে চাই সকল মায়া
মনের কোণে তবু কিসের...
আমিও তোমাদের মত
শুধু জন্মটা বেতিক্রম
তোমরা যাদের বাবা বলো
আমি তাদের বীর্যের সংমিশ্রণ…
হে!...
চিরচেনা প্রিয় এই স্টেশনে
ট্রেনটা আমাকে নামিয়ে দিল
মাষ্টার সোমনাথ চশমা উচিয়ে
বেড়েছে বয়স নিজেকে শোনাল
মন্টুর স্টলে বয় বেয়ারা
আগের কেউ...
তোমার জন্য সকাল দুপুর
বাজিয়ে কোন বিষণ্ণ সুর
সন্ধ্যেবেলার যত্নে আঁধার
বুকে রাখে যেসব পাহাড়
বুকে...
নিজেরই দেশ
হতে পারে এই গরিবের দেশ
হতে পারে অবহেলিদের দেশ
তবু যে আমার বাংলাদেশ
...
এই পোশাক ছেড়ে, এই প্রকাশ ছেড়ে
এই স্বদেশ ছেড়ে, চলে যাব কোথাও
এই হৃদয় চিড়ে, কত ধমনীর তীরে
কোনও রমনীর...
পারিনি ধরে রাখতে তোমায়
হৃদয়ের ভালোবাসা দিয়েও
পারিনি বেঁধে রাখতে তোমায়
এ আমার সীমাহীন বাঁধনেও
...
দিশেহারা এ হৃদয় আমার
বড় কষ্ট পেয়েছে
বারে বারে এই আমায়
শুধু প্রশ্ন করেছে
কেনো যে তোমাকে
জড়ালাম আমার...
নীল চোখে চোখ আমি রেখেছি
সাত রঙে মনে ছবি আমি এঁকেছি
তার চোখ ভরে জাদু আমি দেখেছি
যেন স্বর্গের কাছাকাছি...
তোমার চোখে চেয়ে দেখি আমি জীবনটাকে..
ভালোবাসার স্মৃতিগুলো তোমাকেই শুধু চায়..
কিছু কথা কিছু আশা নিয়ে জীবনটাতে..
অনাবিল সব সুখের...
নীলাকাশ যতদূর দেখা যায়
জীবনের এই আঙ্গিনায়
স্বপ্নগুলো এসে ধরা দেয়
ভুল যত করেছি এই জীবনে
...
আমার রাত কেটে যায় আকাশের তারা গুনে
মেঘেরা ভেসে যায় বড় আনমনে
এ সময়ে মনে পড়ে বড় বেশি
জীবনের চেয়ে...
নেমেছে বিরহের আঁধার,
নিভে গেছে আলোর দেয়ালি।।
নিশ্চুপ চারিধার…ঘুমিয়ে পড়েছে ধরণী।।
নেমেছে বিরহের আঁধার,
নিভে গেছে আলোর দেয়ালি।...
যেখানেই থাকো,
যেভাবেই থাকো,
যেখানেই থাকো,
যেভাবেই থাকো,
ছন্নছাড়া দুঃখের ভোরে
এক চিলতে রোদের ভিড়ে
পত্র দিও ...
কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে...
পলাতক চাঁদ এই রাতে
ফেলেছে আলো দেবদারু বীথিতে
তুমি এসেছো বলে ভালবাসার
গান শোনাতে
পলাতক চাঁদ এই রাতে
ফেলেছে আলো দেবদারু বীথিতে
তুমি...
দিনের শেষে নীড়ের টানে
মন যদি কাঁদে
দিনের শেষে নীড়ের টানে
মন যদি কাঁদে
তবে খুলে দাও
খুলে দাও খাঁচা
...
পাপের স্রোতে ভেসে চলেছো কোথায় তুমি
কোনদিন ক্ষমা পাবেনা
জীবনের সব সাধ করেছো পুরণ
কখনো কি ভেবে দেখো না
এসো এসো...
ঘুমে ঘুমে পালকী চড়ে
যেতে হবে অন্ধ ঘরে
ঘরের ভেতর আলো নাই
আলো নাই
বন্ধু ভালো নাই
বোকা মানুষ শূন্য হাতে
শুয়ে মাটির...
এক পাশে রেখেছি অশ্রু
অন্য পাশে দীর্ঘশ্বাস
হায়!
সামনে পথ জুড়ে কষ্ট
পেছনটা ভরা শুধু স্মৃতি...
পাথুরে নদীর জলে
পাহাড়ী মেয়ে নামে
ভেজা তার তনু মন ধরা দেয় না
কি স্বপন একে...
পলাতক হৃদয়ে ভাসে কার ছবি (ভাসে কার ছবি)
সহসা এলোমেলো কেন হয় সবই?
ভুলে জীবনের চেনা বাঁধন
মনে জাগে আজ...
পুর্ণিমা চাঁদ নিভে যায়
মল্লিকা ফুল ঝরে যায়
এলে তুমি এ সময়ে
নিমেষে আধার কালো
...
আঁধারের বুক চিরে আততায়ী
অশুভ ছায়ার মত নেমে আসে জনপদে
নেই অভিবেক্তি চোখে মুখে
রক্ত হিম করা সাহস বুকে জেগে...
প্রথম প্রেমের মত
প্রথম কবিতা এসে বলে
'হাত ধরে নিয়ে চলো
অনেক দূরের দেশে" ...
“প্রিয় আকাশী, গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি”
প্রিয় আকাশী, গতকাল ঠিক...
তুমি ফুল নাকি প্রজাপতি?
কী নামে ডাকি?
রাতের আগুন জ্বলে
নাকি জোনাকি?
তুমি ফুল নাকি...
নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়।
তুমি হীনা এ হৃদয় আমার
একাকী অসহায়।
নিঃস্ব করেছ আমায়
কি...
ফুল নেবে না অশ্রূ নেবে বন্ধু।
যদি ফুল ফিরিয়ে দাও
তবে দিতে পারি তোমায়
...
আর কোনো হৃদয় ভেঙ্গে
তুমি পাড় হও যদি জীবনের নদী
দেখতে পাবে না তীরে তার ভরে আছে
পাড় ভাঙ্গা কান্না
উদ্ভ্রান্ত...
ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাধা
তোমাকে পাওয়ারই আশায়
ফিরে আসে বারেবার। (x2) ...
মনে মনে শুধু তোমারই ভাবনায়
বিরহের অনলে অতৃপ্ত বাসনায় এতো
কিছু বুঝানো যায়না
তুমি কেনো এসেছিলে
কিছু...
বনের পাখি যদি পোষ মানে
মনের পাখি কেন মানবে না
বনের পাখি যদি পোষ মানে
মনের পাখি কেন মানবে না
এ...
বর্ষা আমার চোখের প্রিয় ঋতু
তাইতো সদাই তোমায় ঘিরে
হচ্ছি আমি ভীতু
কষ্ট আমার ভালোবাসার কাঁথা
...
বাক্সে বাক্সে বন্দী বাক্স
বাক্সে বাক্সে বন্দী বাসা
বাক্স দিয়ে বাক্স গড়া
...
ছেলে আমার বড় হবে,
মাকে বলত সে কথা
হবে মানুষের মত মানুষ এক,
লেখা ইতিহাসের পাতায়...
তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ,
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ।।
ডাইনে তোমার চাচার বাড়ী
বায়ের দিকে পুকুরঘাট,
সেই ভাবনায়...
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে...
বিদ্রোহী আমি এখন,
আর কাঁদি না যখনতখন একটু ব্যাথায়
বিদ্রোহী আমি এখন,
ভেঙে পরিনা শত আঘাতে লাঞ্ছনায় ।।
দরদিয়া দুখের বারুদ...
আমি আকাশের কাছে জানতে চাই
কী আমার অপরাধ?
আমি পৃথিবীর কাছে জানতে চাই
কেন এ জীবন বরবাদ
আমি আকাশের কাছে জানতে...
জীবনের কাছ থেকে লেনদেন বুঝে নিয়ে
প্রেমিকার সবটুকু বিশ্বাস বাজি রেখে।
ফিরে যাবে...
বিস্ময় ছিলে তুমি স্বপ্ন আমার
কাছে পাবো না জানি তোমাকে তো আর
কাটতো সময় কত গল্প করে
বলতে ভালোবাসি হাতটি...
বৃষ্টি পরে, অঝোর ধারায়
বৃষ্টি পরে, লজ্জা হারায়
বৃষ্টি পরে জলে ভিজে
ঐ মেয়েটি, কে কি যে! [X2]
ঐ...
বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে একেছি তোমায়
মোছনা তুমি তারে দুঃখেরই ছোয়ায়
সাজিয়ে...
ভাবনার ল্যাম্পপোস্ট জ্বলছে
স্বপ্নের রাজপথে, কোথাও কেউ নেই
শুধু একজন ট্র্যাফিক পুলিশ
গ্রীন সিগন্যাল তুলে দাঁড়িয়ে, দাঁড়িয়ে আছে
তুমি আসবে ফিরে...
শত শত হাল দেয়া জমিনে আমি ভালবাসবো না,
তাই আকাশকে করেছি তোমার আমার ভালবাসার যৌথ খামার ।...
ভালো লাগে আমার
প্রিয় চেনা সুর
ভালো লাগে ভালো লাগে
রিনিঝিনি তোমার ই নুপুর
ভালো লাগে আমার...
জোস্না স্নাত এই রাতে
অথবা নয় কাল প্রভাতে
হৃদয়ের দ্বার খুলে দেবে
আমাতেই বলবেই তুমি...
আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না
আজ মনের মাঝে রঙ্গীন আশা
রঙ্গে সাজে না...
ভালোবেসে চলে যেওনা
ভালোবেসে চলে যেতে নেই,
পথ ছেড়ে যেতে পারো দূরে
অভিমানে দেবে পাড়ি পুরোটা সাগর
ঢেউয়ে ঢেউয়ে গোধূলিতে সেও...
ভীরু ভীরু পায়ে এসেছিলে কাছে
কোন সে সুরে বেঁধেছ হৃদয়
মনে পড়ে আজো সেই হাসিরও ছোঁয়ায়
দূরে দূরে থেকে বলেছো...
ভুলে গেছি কবে এক জোছনা রাতে
আধো আলোতে আর আঁধারে
মন ময়ূরী সাঁজে উপচে পরা ভাবে
...
মন আমার পাথরের দেয়াল সে এক
যত আঘাত কর সব সহ্য করেই যাবে
মন আমার তুমি যত দুরে যাও
আজীবন...
মন কী যে চায় বলো
যারে দেখি লাগে ভালো
মন সে তো বাঁধা পড়ে না
কি জানি কেন জানি না...
সোনা দিয়া বান্ধায়াছি ঘর
ও মন রে ঘুণে করল জর জর
হায় মন রে সোনা দিয়া বান্ধায়াছি ঘর
ও মন...
কেনো জানি মেঘের আলাপন
আজ সহসা
কেনো জানি ভরে এই দুনয়নে
এলো বরষা
কেনো জানি শুধু মনে পড়ে
আজ তোমায়
আলো আঁধারি ঢাকা...
মনে পড়ে সুধাংশু
সেই উনিশ পাঁচ দুই
মনে পড়ে সুধাংশু,
সেই উনিশ পাঁচ দুই
শ্লোগানে, মিছিলে এক সাথে ছিলাম,
সেই আমি আর...
প্রতি রবিবারে তেবারিয়ার হাটে
তেবারিয়ার হাটে তেঁতুলতলায়
২৫ বছর ধরে এক জায়গায় বসে
হৃদয়ের ক্ষত আছে যার যত
মালিশে ঢেকে দেয়...
মমতায় চেয়ে থাকা সেই চোখ নেই
তুমি আছ আমি আছি আছে সকলে
সাগর ভেলায় বসে সেই মধু রাত
তাঁরা গুলো...
সুরা ইয়াসীন পাঠ করিবা বসিয়া কাছায়
আমার প্রাণ যাওয়ার বেলায়
সুরা ইয়াসীন পাঠ করিবা বসিয়া কাছায়
আমার প্রাণ যাওয়ার বেলায়
বিদায়...
দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ
কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন
হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেলো
জন্মান্তরের বাঁধন...
(যুদ্ধ শেষে যুদ্ধের ময়দান থেকে আরেক যুদ্ধে যাত্রার সময় সহযোদ্ধার দিকে চেয়ে এক যোদ্ধা ‘’শেখর’’ এর প্রতি...
মাঝ রাতে চাঁদ যদি
আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আধাঁরে মিলায়
বুঝে নেবো তারে...
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন,
মাঝে মাঝে নিজেকে বড় শূণ্য লাগে
দাঁড়িয়ে থাকা দূরের সাদা...
তোমায় ভালোবাসবো বলে
দেখতে চাইনা আর তোমায়
তুমি বয়ে যেতে পার
বেছে নেওয়া নর্দমায়
শান্ত করতে চাইনা কান্না
কোনো মিথ্যে শান্তনায়
ছিন্ন ভিন্ন...
কত কি আমায় নিয়ে ভাবতে তা সব শেষ
ভাবতে ভাবতে গোটা শতাব্দীটাই শেষ
অঙ্ক মেলেনি বলে পড়ে আছে অবশেষ,
অন্তরে
অন্তর...
যতটা পথ তুমি চিনে রেখেছ
ততটাই পথ আমি আমি চিনে রেখেছি
পারবে কি আমাকে ফেরাতে তুমি
আমি পথেরই মাঝে সবুজ...
যদি এই শীতে আমি….
যদি এই শীতে আমি….
মরে যাই…..
জেনে রেখো জেনে রেখো….
আগামী শীতে নতুন...
যদি কখনো ভুল হয়ে যায়,
তুমি অপরাধ নিওনা
যদি কখনো ভুল হয়ে যায়,
তুমি অপরাধ নিওনা
...
হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার
নাচে গানে মত মাতবে সবার
চারিদিকে দর্শক করে থৈ থৈ
নাচ দেখে গান শোনে...
আমাদের ধর্ম আমাদের কাছে
তোমাদের ধর্ম তোমাদের কাছে।
যার যার ধর্ম তার তার কাছে,
...
যেখানেই থাক তুমি যাও যতদূর
সেখানে পৌঁছে যাবে আমার সুর
যেখানেই থাক তুমি যাও যতদূর
সেখানে পৌঁছে যাবে আমার সুর
এই...
রজনী কাটে রবির ছোঁয়ায়
পাখিরা হারায় সুরের খেয়ায়
নিয়তি আমার তোমায় খোঁজে
এ মনে আজ কি সুর বাজে
রজনী কাটে রবির...
রাঘব বোয়ালের কর্মী
সাধ্য কি তুমি আমি বুঝি ওদের সব অ্যাকশন
মধ্যবিত্ত চোখে উঠতি রংবাজ
ওরা বখে যাওয়া রংবাজ
ওরা বখে...
রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে পুরে,
রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে পুরে,
কেউ...
রাজনীতি খোলস যে আমার
সাধনা ক্ষমতায় যাবার
জনগণ চেনে না আমায়
ভণ্ড পীরের তাবিজ...
হাল জামানার রাজনীতি ভাই করতাছি যে আমরা সবাই
পিছন পকেট সদাই গরম, গলাবাজির আছে যে সাঁই (আছে যে...
সারা গা ভেজা নোনা ঘামে তবু পথচলা নাহি থামে
তিনটি চাকা লেখা ঠিকানা
পিচঢালা পথ বড় চেনা
শুধু বিশ্রাম মেলেনা...
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দুরে, বহুদূরে
সেদিন চোখে অশ্রু তুমি রেখো
গোপন করে...
ও নাগর, ও নাগর,
ও নাগর, ইক্কেবারে মানাইছেনা রে।
লাল পাহাড়ির দেশে যা,
রাঙা...
লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।
...
লিখলাম চিঠি তোরই নামেত,
লিখলাম চিঠি রঙ্গিন খামে,
লিখলাম চিঠি ভালবাসার দামে |
দিলাম ধুয়ে আবেগ যত, দিলাম মনের হৃদয়...
চলতি পথে জাদুকর ভালবাসা
প্রেমিক ডাকাতের মত
তোমাকে ছিনিয়ে নেবে।
মৌসুমী বাতাসে উড়ে যাবে ভালবাসা
...
লেইস ফিতা লেইস
লেইস ফিতা লেইস
চুড়ি ফিতা রঙিন সুতা রঙিন করিবে মন
লেইস ফিতা লেইস
...
হিমেল ভোরে ভাসে
কুয়াশারই মেঘ
জড়িয়ে রাখে তার আঁচলে
ধীরে ধীরে হেসে
ছড়িয়ে পড়ে
দিনের আলো শীতের সকালে...
শেষ কথা কেন এমন কথা হয়?
শেষ চিঠি কেন এমন চিঠি হয়?
ক্ষমা কোরো
ক্ষমা কোরো আমায়...
যে তুমি কথা রাখনি
কি লাভ এতদিন পর
এই আমার কাছে এসে
ভুল ভেঙ্গে অবশেষে
আমি তো আজ শুধু আমার
বুকে ব্যথার...
শোনো আমরা কি সবাই,
বন্ধু হতে পারিনা ?
যত পুরনো অতীত,
ভুলে যেতে পারিনা ?
জানি...
ভেসে যাচ্ছি এবং,
ভিজে যাচ্ছি আবার
এক অপূর্ব অসম্ভবে..
শোনো তুমি কি আমার হবে ...
শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে।
আজ কেন মন...
ঐ ওপারের ডাক এসে গেছে
শেষ খেঁয়া বুঝি হবে পাঁড়ি দিতে
তুমি আসনি অভিমানী এই মনে
অভিমান ভেঙ্গে কোন খোঁজ...
মাঝ রাতে ভরা এ্যাস্ট্রেটা দেখে ভাবি আমার অনেক ভাবনা চিন্তা
আগুন জ্বলে আর আগুন জ্বলে
পুড়ে পুড়ে ছাই ছাই...
সুইটি,
তুমি আর কেঁদোনা
অভিমান করোনা
দূরে দূরে থেকোনা।
ঘুম আসেনা,...
হঠাৎ করে দেখা তোমার সাথে
মিষ্টি হেসে তুমি চলে গেলে
রেখে গেলে শুধু স্মৃতিটাকে
আবার দেখা হবে সেই আশাতে
আমিতো সেই...
সুস্মিতার সবুজ ওড়না উড়ে যায়।।
উড়ে যায়।।
সুস্মিতার সবুজ ওড়না উড়ে যায়।।
উড়ে যায়।।
ছুঁয়ে যায় নিঝুম...
সে কোন দরদিয়া আমায়
কাঁদায় আবার হাসায়
দুঃখ সুখের নদীর জলে
ডুবায় আবার ভাসায়
সে...
সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যাথা
তুমিতো বলেছো শুধু তোমার সুখের...
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
...
সে যেন ফেরারী অপ্সরী
সে যেন অস্পৃশ্য মায়াবী নারী
এ হৃদয় থেমে গেছে
পাবনা আর তাকে আর কোন দিন হায়
থেমে...
আমারই আছো সেই সে তুমি
বুকের মাঝে আছো সেই সে তুমি
হৃদয় ছোয়া ভালবাসায়
আছো...
সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কীভাবে এত...
সেই মিষ্টি হাসি ভুলতে পারিনি
তার মনের কথা জানতে পারিনি
দিন চলে যায়
রাত চলে যায়
...
সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
ও মন রে ঘুণে করলো জড়ো জড়
আমি কি করে বাস করিব এই ঘরে রে
তুই...
ওগো সোনার মেয়ে, বলনা কি পেয়েছো?
হৃদয় খুলে আপন ভুলে ভালো কি বেসেছো?
বলনা কি পেয়েছো?
ওগো সোনার মেয়ে, বলনা...
সীমান্তে ফের মানুষের ঢল নামছে
পিছমোড়া বিষ ঢেলে দিয়ে গেছে বৃশ্চিক
নাফ নদীজল পেরিয়ে আসতে হচ্ছে
...
স্টেশন রোডে জীবন ধারা
ফুটপাথের ঐ নগর নটিরা
ভাতের আশায় দিচ্ছে শরীর
যেন ত্রিমাত্রিক জীবন্ত ছবি
...
কত স্বপ্ন ছিলো দু’চোখে,
কত আশা ছিলো এই বুকে;
কত প্রেম,কত কথা,কত হাসি গান;
সেই হাসি নেইতো আজ,
হয়ে গেছে ম্লান।
এক...
যখনই দুঃখগুলো সুখ হতে চায়
ফেরারি সে সুখ শুধু পালিয়ে বেড়ায়
সুখ যত ছিলো এ হৃদয় গভীরে
অবহেলা দিয়ে তুমি...
আমি ঘুরিয়া ঘুরিয়া
সন্ধান করিয়া
স্বপ্নের ঐ পাখি ধরতে চাই
আমার স্বপ্নেরই কথা বলতে চাই
আমার অন্তরের কথা বলতে চাই।
ওরা বলে ঐ গাড়িতে...
স্বপ্নহারা বিবেকের দুয়ারে
দাঁড়িয়ে থাকা আমি এক ক্লান্ত পথিক
স্বপ্নহারা বিবেকের দুয়ারে
দাঁড়িয়ে থাকা আমি এক ক্লান্ত পথিক
ইচ্ছের প্রান্তরে যতদুর...
স্বর্ণলতা
শোনো, স্বর্ণলতা
প্রেম যদি সত্যি হয়
মরণের আগে দিও দেখা
স্বর্ণলতা
শোনো, স্বর্ণলতা
প্রেম যদি সত্যি...
স্বর্ণালী সাঝের ই পরশ মেখে
এই মন আজ চায় হারাতে
জোছনায় ভেজা কাশফুলের...
এমন কোনো বর্গীর জাত জন্মেনি এই ধরায়
বশ করবে পরাধীনতায় তোমায় কিংবা আমায়
চেতনায় আজও সদা জাগ্রত সূর্যসন্তানেরা
ইতিহাস দেখ...
আমি যাবো চলে দূরে বহুদূরে
গান শুধু রবে আমার স্মৃতি নিয়ে
আমি যাবো চলে দূরে বহুদূরে
গান শুধু রবে আমার...
মানুষেরও যে আকাশের মত হৃদয় থাকতে পারে
তাকে না দেখলে হয়তো আমার জানাই হতো না।
রূপকথারও বাইরে যে এক...
নীরবে, অভিমানে নিভৃতে,
করছো তিলে তিলে নিজেকে শেষ।
কেনো বলো, পৃথিবীতে কেউ কারো নয়?
হয়ে গেছে ভালবাসা নিঃশেষ।
বন্ধু, ভেঙ্গে ফেলো...
হারিয়ে গিয়েছি এইতো জরুরি খবর
অবাক দুই চোখে
ছায়া কাঁপে ভয়ে অভিমানে
হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে
হারাবো বলে, পা টিপে...
হাসতে দেখো গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসি শেষে নীরবতা
হাসতে...
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
মনে জাগে এক রঙিন আশা
শুধু...
কেঁদে যায়, এই মন কেঁদে যায়
কেটে যায়, এ জীবন কেটে যায়
ও...
হৃদয়ের একলা প্রান্তরে স্বপ্নের চিবুক ধরে
অনন্ত একাকী পড়ে আছি এই আমি
অন্ধকার বাণী হাল টানে রে
হৃদয়ের একলা প্রান্তরে...
হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা
কিছু ভালোবাসা দাও
হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা
কিছু ভালোবাসা দাও
জীবনের বন্দরে ভেসে ভেসে
...