তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে
যেন ঊষার কোলে রাঙা রবি....
Song details
Lyrics
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে
যেন ঊষার কোলে রাঙা রবি দোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
কূল মাখলুকে আজি ধ্বনি ওঠে, কে এলো ঐ
কলেমা শাহাদাতের বানী ঠোঁটে, কে এলো ঐ
খোদার জ্যোতি পেশানিতে ফোটে, কে এলো ঐ
আকাশ, গ্রহ, তারা পড়ে লুটে, কে এলো ঐ
পড়ে দরুদ ফেরেশতা, বেহেশতে সব দুয়ার খোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
মানুষে মানুষের অধিকার দিলো যে জন
“এক আল্লাহ ছাড়া প্রভু নাই,” কহিলো যে জন
মানুষের লাগি চির-দীন বেশ নিলো যে জন
বাদশা ফকিরে এক শামিল করিলো যে জন
এলো ধরায় ধরা দিতে সেই সে নবী
ব্যথিত মানবের ধ্যানের ছবি
এলো ধরায় ধরা দিতে সেই সে নবী
ব্যথিত মানবের ধ্যানের ছবি
আজি মাতিল বিশ্ব নিখিল মুক্তি-কলরোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
- চক্র সুদর্শন ছোড়কে মোহন তুম ব্যনে বনওয়ারী | MOHAN TUM BANE BANWARI
- টলমল টলমল পদভরে বীরদল চলে সমরে| TALAMAL TALAMAL PADOBHORE BEERDAL CHALE SAMARE
- তুমি লহ প্রভু আমার সংসারেরি ভার লহ সংসারেরি ভার | TUMI LAHO PRABHU AMAR SANSARERI BHAR
- ধুলি –পিঙ্গল জটাজুট মেলে | Dhuli Pingalo Jatajut Mele
- প্রিয়তম, এত প্রেম দিও না গো সহিতে পারি না আর | Priyotamo eto prem diyo na go
- ব্রজ-দুলাল ঘন শ্যাম | BRAJA DULAL GHANA SHYAM