আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো
হাওয়ার....
Song details
Song -আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো
Singers - Kishore Kumar
Lyrics - Gauri Prasanna Mazumder

For more details click here
Lyrics
আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো
হাওয়ার গল্প আর
পাখীদের গান শুনে শুনে
আজ এই ফাল্গুনে
দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো
এসো আজ সারাদিন
বসে নয় থাকি পাশাপাশি
আজ শুধু ভালোবাসা বাসি
শুধু গান আর হাসাহাসি
রঙের বরষা ঐ
নেমেছে যে দেখো ফুলে ফুলে
দুটি হাত তুলে
আমাকে আরো কাছে ডাকো
…………
Song : Aaj Ei Din Take
Film : Antaraley
Music : Bappi Lahiri
Lyrics : Gouriprasanna Majumdar
Singer : Kishore Kumar