হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে
দুচোখে দেখিনা তোমায়
তবু আছো, তুমি আছো?
হাওয়া মেঘ সরায়ে, ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে...
দুচোখে দেখিনা তোমায়
তবু আছো, তুমি আছো?
হাওয়া মেঘ সরায়ে, ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে...
সে যেন আমার পাশে আজো বসে আছে,
সে যেন আমার পাশে আজও বসে আছে
চলে গেছে দিন তবু আলো...
শুধু একটুখানি চাওয়া আর একটুখানি পাওয়া
সেই আবেশে হোকনা মধুর আমার এ গান গাওয়া ...
পৃথিবী বদলে গেছে
যা দেখি নতুন লাগে
পৃথিবী বদলে গেছে
যা দেখি নতুন লাগে
তুমি আমি একই আছি
দু'জনে...
তোমার বাড়ির সামনে দিয়ে
আমার মরণযাত্রা যেদিন যাবে
মরণযাত্রা যেদিন যাবে
তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো
শেষ দেখাটা দেখতে পাবে
...
চোখের জলের হয়না কোনো রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
চোখের জলের হয় না কোনো রঙ
তবু কত রঙের...
চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই
চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই...
কি আশায় বাঁধি খেলাঘর
বেদনার বালুচরে (x2)
নিয়তি আমার ভাগ্য লয়ে যে
নিয়তি আমার ভাগ্য লয়ে যে
নিশিদিন খেলা করে
...