নহে নহে প্রিয় এ নয় আখিঁজল।
মলিন হয়েছে ঘুমে চোখের কাজল।।
হেরিয়া নিশি প্রভাতে শিশির কোমল পাতে।
ভাগ্য....
Song details
Song -নহে নহে প্রিয় এ নয় আখিঁজল | Nahe Nahe Priyo E Noy Ankhi Jal
Singers - Asha Bhosle
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
নহে নহে প্রিয় এ নয় আখিঁজল।
মলিন হয়েছে ঘুমে চোখের কাজল।।
হেরিয়া নিশি প্রভাতে শিশির কোমল পাতে।
ভাগ্য বুঝি বেদনাতে কেঁদেছে কমল।।
মরুতে চরণ খেলে কেন বল মৃগ এলে।
সলিল চাহিতে প্রেমে মরীচিকা ছায়।।
এ শুধু শীতের মেঘে ক ফুটো কুয়াশা লেগে।
ছলনা উঠেছে জেগে এ নহে বাধন।।
- পাবে সামান্যে কি তার দেখা | Pabe Samane Ki Tar Dekha
- এমন মানব জনম আর কি হবে | Emon manob jonom aar ki hobe
- আর আমারে মারিসনে মা | Ar Amare Marish Na Ma
- চেয়ে দেখনা রে মন দিব্যনজরে | Cheye Dekhnare Mon Dibbonojore
- প্রেম করা কি কথার কথা | Prem Kora Ki Kothar Kotha
- অনেক কথা যাও যে ব’লে কোনো কথা না বলি | Onek Kotha Jao Je Bole