প্রেম করা কি কথার কথা
প্রেমে মজে হরি নিলো গলায়ে কাঁথা।।
একদিন রাধে....
Song details
Song -প্রেম করা কি কথার কথা
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
প্রেম করা কি কথার কথা
প্রেমে মজে হরি নিলো গলায়ে কাঁথা।।
একদিন রাধে মান করিয়ে
ছিলেন ধনী শ্যাম ত্যাজিয়ে।
মানের দায়ে শ্যাম যোগী হয়ে
মুড়ালেন মাথা।।
আর এক প্রেমে মজে ভোলা
শ্মশানে মশানে খেলা।
গলে শক্তি হাড়ের মালা
পাগল অবস্থা।।
রূপ সনাতন উজির ছিলো
প্রেমে মজে ফকির হলো।
লালন বলে এমনি জেনো
প্রেমের ক্ষমতা।।