আকাশে তোর তেমনি আছে ছুটি,
অলস যেন না রয় ডানা দুটি॥
ওরে পাখি,....
Song details
Song -আকাশে তোর তেমনি আছে ছুটি |Akashe Tor Temoni Ache Chuti
Lyrics - Rabindranath Tagore
Lyrics
আকাশে তোর তেমনি আছে ছুটি,
অলস যেন না রয় ডানা দুটি॥
ওরে পাখি, ঘন বনের তলে
বাসা তোরে ভুলিয়ে রাখে ছলে,
রাত্রি তোরে মিথ্যে করে বলে–
শিথিল কভু হবে না তার মুঠি॥
জানিস নে কি কিসের আশা চেয়ে
ঘুমের ঘোরে উঠিস গেয়ে গেয়ে।
জানিস নে কি ভোরের আঁধার-মাঝে
আলোর আশা গভীর সুরে বাজে,
আলোর আশা গোপন রহে না যে–
রুদ্ধ কুঁড়ির বাঁধন ফেলে টুটি॥
- মানুষ মানুষ সবাই বলে | Manush Manush Sobai Bole
- খাঁচার ভিতর অচিন পাখি | Khachar Vetor Ochin Pakhi Kamne Ase Jai
- কুলের বউ ছিলাম বাড়ি | Kuler Bou Chhilam
- গোষ্ঠে চলো হরিমুরারি |Gosthe cholo hori murari
- অগ্নি শিখা এসো এসো | Agni Shikha Esho Esho
- অনাদি কাল হতে অনন্তলোক গাহে তোমারি জয় | Anadi Kal Hote Ananta Lok Gahe