আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না
আজ মনের মাঝে রঙ্গীন আশা
রঙ্গে সাজে না....
Song details
Song -ভালোবাসার তানপুরা
Singers - Mejbah Rahman | Different Touch
Lyrics -
Lyrics
আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না
আজ মনের মাঝে রঙ্গীন আশা
রঙ্গে সাজে না
হায় কেমনে ভুলিবো সেদিন বল যেদিন তুমি পাশে ছিলে
ভুলিবো কেমন সে রাত বলো যে দিন তুমি গেছো চলে
আজ তারার আকাশে নেইকো তারা
চাঁদে শুধু অন্ধকার
হায় কেমনে বুঝাব নিজেকে বল তুমি এখন নও আমার
নিভে গেছে আশার প্রদীপ
নেইতো আলো ভালোবাসার
আমি ভালোবেসে যে সব হারালাম
নেইতো কিছু আর আমার
…………………………
Song : দৃষ্টি প্রদীপ জ্বেলে খুজেঁছি তোমায়
Singer: Mejbah Rahman | Different Touch