শাওন আসিল ফিরে
সে ফিরে এল না
বরষা ফুরায়ে গেল
আশা তবু গেল না ।।
ধানি রং ঘাঘরী মেঘ....
Song details
Song -শাওন আসিল ফিরে
Singers - Ferdous Ara
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
শাওন আসিল ফিরে
সে ফিরে এল না
বরষা ফুরায়ে গেল
আশা তবু গেল না ।।
ধানি রং ঘাঘরী মেঘ রং ওড়না
আমারে পরিতে মা গো অনুরোধ করো না ,
কাজরীর কাজল মেঘ পথ পেল খুজিয়া ,
সে কি ফেরার পথ পেল না মা , পেল না ।
আমার বিদেশীরে চিনিতে অনুখন
বুনো হাসের পাখার মত উড়ু উড়ু করে মন ।
অথৈ জলে মা গো মাঠ ঘাট থৈ থৈ ,
আমার হিয়ার আগুন নিভিল কৈ ।
কদম কেশর বলে কোথা তোর কিশোর
চম্পা ডালে দোলে শুন্য দোলনা ।।