দোলা লাগিল দখিনার বনে বনে
বাঁশরি বাজিল ছায়ানটে মনে মনে॥
চিত্তে চপল নৃত্যে....
Song details
Song -দোলা লাগিল দখিনার বনে বনে | DOLA LAGILO DAKHINAR BONE
Singers - Indubala Debi
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
দোলা লাগিল দখিনার বনে বনে
বাঁশরি বাজিল ছায়ানটে মনে মনে॥
চিত্তে চপল নৃত্যে কে
ছন্দে ছন্দে যায় ডেকে;
যৌবনের বিহঙ্গ ঐ ডেকে ওঠে ক্ষণে ক্ষণে॥
বাজে বিজয়-ডঙ্কা তারই এলো তরুণ ফাল্গুনী,
জাগো ঘুমন্ত – দিকে দিকে ঐ গান শুনি’।
টুটিল সব অন্ধকার –
খোলো খোলো বন্ধ দ্বার;
বাহিরে কে যাবি আয় সে শুধায় জনে জনে॥
- আনো সাকি শিরাজি আনো আঁখি-পিয়ালায় | Ano Saki Siraji
- এ নহে বিলাস বন্ধু ফুটেছি জলে কমল |E NAHE BILASH BANDHU
- ও বৌদি তোর কি হয়েছে চোখে কেন জল |O BOUDI TOR KI HOYECHHE
- কুলের আচার নাচার হয়ে আছিস কেন শিকায় ঝুলে | Kuler Achar Nachar Hoye Achis Keno
- কত নিদ্রা যাও রে কন্যাজাগো একটু খানি | Koto Nidra Jao Re Kanna Jago Ektu Khani
- চল রে কাবার জিয়ারতে, চল নবীজীর দেশ | Cholre kabar jiarate