তারে অনুনয় করে বলেছি যেওনা
যেওনা শপথ লাগে,
আন গলে তবু দিল সে তো মালা
আমারি আঁখির....
Song details
Song -তারে অনুনয় করে বলেছি যেওনা
Singers - Hemanta Mukherjee
Lyrics -
Lyrics
তারে অনুনয় করে বলেছি যেওনা
যেওনা শপথ লাগে,
আন গলে তবু দিল সে তো মালা
আমারি আঁখির আগে।
ফিরে সে ত আর চেয়ে দেখে নাই
ধুলায় মিশেছে গরবিনী রাই,
এই তো প্রথম বুঝেছি জীবনে
কি যে জ্বালা অনুরাগে।
প্রথমে মিনতি তারপরে তারে
কঠোর শাসন করে,
বলেছি যেওনা তবুও যে তারে
রাখিতে পারিনি ধরে।
জানে নাই বঁধু সে নহে শাসন
পরাণ দেউলে তার যে আসন,
সে যে দেউল পিরীত ধুপের
বেদনা নীরবে জাগে।।
…………………………
Song : Tare Anunoy Kore Bolechi
Movie : Suno Baranari (1960)
Artist : Hemanta Mukherjee
Music Director : Robin Chatterjee
Director : Ajoy Kar