মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা
মনেরও....
Song details
Lyrics
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
আকাশে বাতাসে জাগবে
প্রানেরও কাঁপন
বনেতে মনেতে লাগবে
মধুরও লগন
ফুলেরা হাসবে
ভ্রমর আসবে
সুরেতে গাইবে
তরুলতা
পাষাণেরও প্রান জাগাবো
প্রানেতে দোলা লাগাবো
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
আমি তো রবো না চিরদিন
রবে না এই ক্ষণ
হারানো স্মৃতিটি ছবিতে রবে গো তখন
যখনি দেখবে আমারি ছবি
মনেতে পড়বে কত কথা!!
তুলিরও ছোয়ায় এঁকে যাবো
ভাবনাগুলো রেখে যাবো
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা
Monero Ronge Rangabo Lyrics:
Manero rane ranabo
banero ghum bhanabo
saagar pahaar saagar pahaar
sawai ye kaibe katha
akashe batuses jagave
pranero kanpan
banete manete lagave
madhuro lagan
phulera hasave
bhramar asve
surete gaibe tarulata
pashaneroo pran jagabo
pranete dola lagabo
manero rane ranabo
banero ghum bhanabo
aami to rabo na chiradin
rave na ei kshan
harano smritity chhabite rave go takhan
yakhani dekhbe amari chhabi
manete parve kat katha
tuliro chwa enke yabo
bhavanagulo rekhe yabo
manero rane ranabo
banero ghum bhanabo
saagar pahaar saagar pahaar
sawai ye kaibe katha
…………………………
Song: Monero Ronge Rangabo
Cast: Kobori & Shohel Rana
Singer: Selina Azad
Lyric & Music: Azad Rahman
Movie: Masudrana
Director: Masud Parvez