এ বড় আজব কুদরতি।
আঠারো মোকামের মাঝে
জ্বলছে একটি রূপের বাতি।।
কিবা রে কুদরতি....
Song details
Song -এ বড় আজব কুদরতি | E Boro Ajob Kudroti
Singers - Nijam Shai
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
এ বড় আজব কুদরতি।
আঠারো মোকামের মাঝে
জ্বলছে একটি রূপের বাতি।।
কিবা রে কুদরতি খেলা
জলের মাঝে অগ্নি জ্বালা।
খবর জানতে হয় নিরালা
নীরে ক্ষীরে আছে জ্যোতি।।
ফণি মণি লাল জহরে
সে বাতি রেখেছে ঘিরে।
তিন সময় তিন যোগ সে ধরে
যে জানে সে মহারথী।।
থাকতে বাতি উজ্জ্বলাময়
দেখ না যার বাসনা হৃদয়।
লালন কয় কখন কোন সময়
অন্ধকার হবে বসতি।।
- পারে লয়ে যাও আমায় | Pare Loye Jao Amay
- ভজরে আনন্দের গৌরাঙ্গ | Vojore Anonder Gourango
- এসব দেখি কানার হাট বাজার |E Shob Dekhi Kanar hatt bazar
- গুরু বস্তু চিনে নে না | Guru Guru Bosto Chine Na
- অনেক দিনের মনের মানুষ | Anek Diner Maner Manush
- অসীম আকাশে অগণ্য কিরণ, কত গ্রহ উপগ্রহ | Ashim Akashe Agannya Kiron