এ বড় আজব কুদরতি ।
আঠারো মোকামের মাঝে
জ্বলছে....
Song details
Song -এ বড় আজব কুদরতি
Singers - Nijam Shai
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
এ বড় আজব কুদরতি ।
আঠারো মোকামের মাঝে
জ্বলছে একটি রূপের বাতি।।
কিবা রে কুদরতি খেলা
জলের মাঝে অগ্নি জ্বালা।
খবর জানতে হয় নিরালা
নীরে ক্ষীরে আছে জ্যোতি।।
ফণি মণি লাল জহরে
সে বাতি রেখেছে ঘিরে।
তিন সময় তিন যোগ সে ধরে
যে জানে সে মহারথী।।
থাকতে বাতি উজ্জ্বলাময়
দেখ না যার বাসনা হৃদয়।
লালন কয় কখন কোন সময়
অন্ধকার হবে বসতি।।