কতদিন পরে এলে,
কতদিন পরে এলে, একটু বসো
কতদিন পরে এলে, একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিলো
যদি শোন… কতদিন....
Song details
Lyrics
কতদিন পরে এলে,
কতদিন পরে এলে, একটু বসো
কতদিন পরে এলে, একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিলো
যদি শোন… কতদিন পরে এলে।
আকাশে বৃষ্টি আসুক
গাছেরা উঠুক কেঁপে ঝড়ে (x2)
সেই ঝড় একটু উঠুক
তোমার মনের ঘরে।
বহুদিন এমন কথা বলার ছুটি
পাইনি যেন..
কতদিন পরে এলে, একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিল
যদি শোন .. কতদিন পরে এলে।
জীবনের যে পথ আমার
ছিল গো তোমার ছায়ায় আঁকা (x2)
সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা
চেনা গান বাজলো যদি
বেজেই আবার থামবে কেন..
কতদিন পরে এলে, একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিল
যদি শোন.. কতদিন পরে এলে।
Koto Din Pare Ele Lyrics :
Koto Din Pare Ele
Katadin Pore ele ektu bosho
Tomay onek kotha bolar chilo jodi shono
Akashe bristi ashuk gachera uthuk kepe jhore
Sei jhor ektu uthuk tomar moner ghore
Bohudin emon kotha bolar chuti paini jeno
Kotodin pore ele ektu boso
Jibone je poth amar chilo go tomay chayay anka
Sei poth temni ache sobuj ghase dhaka
Chena gaan bajlo jodi bejei abar thambe keno