তুমি চলে গেলে
কিছু বললে না কিছু শুনলে না
চলে গেলে অবুঝ মনের পথ....
Song details
Song -তুমি চলে গেলে
Singers - Hemanta Mukherjee
Lyrics - Pulak Bandyopadhyay
Lyrics
তুমি চলে গেলে
কিছু বললে না কিছু শুনলে না
চলে গেলে অবুঝ মনের পথ ধরে
তুমি চলে গেলে
কিছু বললে না কিছু শুনলে না
চলে গেলে অবুঝ মনের পথ ধরে
তুমি চলে গেলে
একটু গিয়েই তুমি দাঁড়ালে
আবার পথের দিশা হারালে
একটু গিয়েই তুমি দাঁড়ালে
আবার পথের দিশা হারালে
তুমিই ডাকলে ফিরে আমাকে
আবেশ আকুল অন্তরে
তুমি চলে গেলে
কিছু বললে না কিছু শুনলে না
চলে গেলে অবুঝ মনের পথ ধরে
তুমি চলে গেলে
আমি তো কিছুই মনে করি নি
ভাঙতে গিয়েও ভেঙে পড়ি নি
আমি তো কিছুই মনে করি নি
ভাঙতে গিয়েও ভেঙে পড়ি নি
তুমিই চিনিয়ে দিলে তোমাকে
আবার নতুন ভুল করে
তুমি চলে গেলে
কিছু বললে না কিছু শুনলে না
চলে গেলে অবুঝ মনের পথ ধরে
তুমি চলে গেলে
তুমি চলে গেলে
তুমি চলে গেলে