গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়, কে যেন আমারে ডাকে –
সে কি তুমি, সে কি তুমি?
কার....
Song details
Song -গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায় | GABHIR NISHITHE GHUM BHENGE JAY
Singers - Kamal Dasgupta
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়, কে যেন আমারে ডাকে –
সে কি তুমি, সে কি তুমি?
কার স্মৃতি বুকে পাষাণের মত ভার হয়ে যেন থাকে –
সে কি তুমি, সে কি তুমি?
কাহার ক্ষুধিত প্রেম যেন, হায়, ভিক্ষা চাহিয়া কাঁদিয়া বেড়ায়;
কার সকরুণ আঁখি দু’টি যেন রাতের তারার মত
মুখপানে চেয়ে থাকে – সে কি তুমি, সে কি তুমি?
নিশির বাতাস কাহার হুতাশ দীরঘ নিশাস সম
ঝড় তোলে এসে অন্তরে মোর, ওগো দুরন্ত মম।
সে কি তুমি, সে কি তুমি?
মহাসাগরের ঢেউ–এর মতন, বুকে এসে বাজে কাহার রোদন,
‘পিয়া পিয়া’ নাম জপে অবিরাম বনের পাপিয়া পাখি
আমার চম্পা শাখে – সে কি তুমি, সে কি তুমি?
- ও, কুল-ভাঙ্গা নদী রে | O Kul bhanga Nodi Re
- কুঁচবরণ কন্যা রে তার মেঘ-বরণ কেশ | KUNCH BARAN KANYA RE TAR MEGH BARAN KESH
- গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায় | GABHIR NISHITHE GHUM BHENGE JAY
- ছন্দের বন্য হরিণী অরণ্যা | CHHANDER BANYA HARINI ARANYA
- তুমি যদি রাধা হতে শ্যাম | TUMI JADI RADHA HOTE SHYAM
- তব চঞ্চল আঁখি কেন ছলছল হে | Tobo Chanchal Akhi Keno CholChol He