জগৎ মুক্তিতে ভোলালেল সাঁই।
ভক্তি দাও হে যাতে চরণ পাই।।
ভক্তিপদ বঞ্চিত করে
মুক্তিপদ....
Song details
Song -জগৎ মুক্তিতে ভোলালেল সাঁই | Jogot Muktite Bhulalen Shai
Singers - Fakir Abdur Rob
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
জগৎ মুক্তিতে ভোলালেল সাঁই।
ভক্তি দাও হে যাতে চরণ পাই।।
ভক্তিপদ বঞ্চিত করে
মুক্তিপদ দিচ্ছো সবারে।
যাতে জীব ব্রহ্মাণ্ডে ঘোরে
কান্ড তোমার দেখি তাই।।
রাঙ্গা চরণ দেখবো বলে
বাঞ্ছা সদাই হৃৎকমলে।
তোমার নামের মিঠায় মন মজেছে
রূপ কেমন তাই দেখতে চাই।।
চরণের যোগ্য মন নয়
তথাপি মন ঐ চরণ চায়।
ফকির লালন বলে হে দয়াময়
দয়া করো আজ আমায়।।
- জাগো অনশন-বন্দী ওঠ রে যত | JAGO ANASHAN BANDI OTHO RE JATO
- তোমার আসার আশায় দাঁড়িয়ে থাকি একলা বালুচরে | TOMAR ASHAR ASHAY DNARIYE THAKI
- কান্ডারী হুশিয়ার | দুর্গম গিরি, কান্তার-মরু |Kandari Hushiyar |DURGOM GIRI KANTAR MORU
- নহে নহে প্রিয় এ নয় আখিঁজল | Nahe Nahe Priyo E Noy Ankhi Jal
- পরমাত্মা নহ তুমি মোর (তুমি) পরমাত্মীয় মোর | PARAMATMA NAHO TUMI
- বিরহের গুলবাগে মোর ভুল ক’রে আজ ফুটলো কি বকুল | BIRAHER GULBAGE MOR BHUL KORE AJ