পাবে সামান্যে কি তার দেখা
বেদে নাই যার রূপরেখা।।
সবে বলে পরম ইষ্টি
কারো....
Song details
Song -পাবে সামান্যে কি তার দেখা | Pabe Samane Ki Tar Dekha
Singers - Nijam Shai
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
পাবে সামান্যে কি তার দেখা
বেদে নাই যার রূপরেখা।।
সবে বলে পরম ইষ্টি
কারো না হইলো দৃষ্টি।
বরাতে করিল সৃষ্টি
তাই লয়ে লেখাজোখা।।
নিরাকার ব্রহ্ম হয় সে
সদাই ফেরে অচিন দেশে।
দোসর তার নাইকো পাশে
ফেরে সে একা একা।।
কিঞ্চিত ধ্যানে মহাদেব
সে তুলনা কি আর দেবো।
লালন বলে গুরু ভাবো
যাবে রে মনের ধোঁকা।।