পারে কে যাবি তোরা আয় না জুটে।
নিতাইচাঁদ হয়েছে নেয়ে ভবের ঘাটে।।
হরি নামের তরী আর
রাধা নামের বাদাম তাঁর।
পারে যেতে ভয়....
Song details
Song -পারে কে যাবি তোরা আয়না জুটে | Pare ke jabi tora
Singers - Amitavo Mallick
Lyrics - Lalon Fakir
Lyrics
পারে কে যাবি তোরা আয় না জুটে।
নিতাইচাঁদ হয়েছে নেয়ে ভবের ঘাটে।।
হরি নামের তরী আর
রাধা নামের বাদাম তাঁর।
পারে যেতে ভয় কিরে আর নায়ে উঠে।।
নিতাই বড় দয়াময়
পারের কড়ি নাহি লয়।
এমন দয়াল মিলবে কি আর এই ললাটে।।
ভাগ্যবান যেই ছিল
সেই তরীতে পার হলো।
লালন ঘোর তুফানে প’লো ভক্তি চটে।।
- কোথায় গেলে পেঁচা-মুখি একবার এসে খ্যাচ-খ্যাচাও | Kothay Gele Pecha Mukhi Ekbar Eshe
- খেলে চঞ্চলা বরষা-বালিকা | KHELE CHANCHALA BARASHA BALIKA
- চল্ রে চপল তরুণ-দল বাঁধন হারা | CHAL RE CHAPAL TARUN-DAL
- ঝরা ফুল দ’লে কে অতিথি | JHARA PHUL DOLE KE ATITHI
- তৃষিত আকাশ কাঁপে রে | TRISHITA AKASH KNAPE RE
- দাসী হতে চাই না আমি হে শ্যাম কিশোর বল্লভ | Dashi Hote Chai Na Ami He Sham Kishor Bollov