বলাই দাদার দয়া নাই প্রাণে।
গোষ্ঠে আর যাবোনা মাগো
দাদা বলাইয়ের সনে।।
বড় বড় রাখাল যারা
বনে বসে থাকে....
Song details
Song -বলাই দাদার দয়া নাই প্রাণে | Bolai Dadar Doya Nai Prane
Singers - Mansur Fakir
Lyrics - Lalon Shah
Lyrics
বলাই দাদার দয়া নাই প্রাণে।
গোষ্ঠে আর যাবোনা মাগো
দাদা বলাইয়ের সনে।।
বড় বড় রাখাল যারা
বনে বসে থাকে তারা।
আমায় করে জ্যান্তে মরা
ধেনু ফিরানে।।
ক্ষুধাতে প্রাণ আকুল হয় মা
ধেনু রাখার বল থাকেনা।
বলাই দাদা বোল বুঝেনা
কথা কয় হেনে।।
বনে যেয়ে রাখাল সবাই
বলে এসো খেলি কানাই।
হারিলে স্কন্ধে বলাই চড়ে তখনে।।
আজকের মতো তোরাই যারে
আমি তো যাবোনা বনে।
খেলবো খেলা আপন মনে
লালন তাই ভণে।।
- চল্ রে চপল তরুণ-দল বাঁধন হারা | CHAL RE CHAPAL TARUN-DAL
- ঝরা ফুল দ’লে কে অতিথি | JHARA PHUL DOLE KE ATITHI
- তৃষিত আকাশ কাঁপে রে | TRISHITA AKASH KNAPE RE
- দাসী হতে চাই না আমি হে শ্যাম কিশোর বল্লভ | Dashi Hote Chai Na Ami He Sham Kishor Bollov
- পরদেশি বঁধুয়া, এলে কি এতদিনে | PARADESHI BANDHUA, ELE KI ETODINE
- ফাগুন ফুরাবে যবে- উঠিবে দীরঘ শ্বাস চম্পার বনে | FAGUN PHURABE JOBE UTHIBE DIRAGHA SHASH