বন তমালের শ্যামল ডালে দোলে ঝুলন দোলায় যুগল রাধা শ্যাম।
কিশোরী পাশে....
Song details
Song -বন তমালের শ্যামল ডালে দোলে ঝুলন দোলায় যুগল রাধা শ্যাম | BON TAMALER SHYAMAL DALE
Singers - Samar Roy
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
বন তমালের শ্যামল ডালে দোলে ঝুলন দোলায় যুগল রাধা শ্যাম।
কিশোরী পাশে কিশোর হাসে ভাসে আনন্দ সাগরে আজ ব্রজধাম।।
তড়িত লতায় যেন জড়িত জলধরে
ওগো যুগল রূপ হেরি মুনির মনোহরে
পুলকে গগন ছাপিয়া বারি করে বাজে যমুনা তরঙ্গে শ্যাম শ্যাম নাম।।
বন ময়ুর নাচে ঘন দেয়ার তালে
দোলা লাগে কেতকী কদম ডালে।
আকাশে অনুরাগে ইন্দ্রধনু জাগে হেরে ত্রিলোক থির হয়ে রূপ অভিরাম।।
- আছে যার মনের মানুষ মনে তোলা | Ache Jar Moner Manush Mone Tula
- অমৃতের সাগরে আমি যাব যাব রে |Amriter Sagore Ami Jabo Re
- আকুল কেশে আসে, চায় ম্লাননয়নে | Aakul Keshey Aashey
- আঁধার রাতে কে গো একেলা | ANDHAR RATE KE GO EKELA
- আসিয়া কাছে গেলে ফিরে | ASIYA KACHHE GELE PHIRE
- ইয়া মোহাম্মদ, বেহেশেত্ হতে খোদায় পাওয়ার পথ দেখাও |Eya Mohammad Behest Hote