ফিরিয়া যদি সে আসে আমার খোঁজে ঝরা গোলাবে।
আনিয়া সমাধি পাশে আমার....
Song details
Song -ফিরিয়া যদি সে আসে আমার খোঁজে ঝরা গোলাবে
Singers - Pandit Tushar Dutta
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
ফিরিয়া যদি সে আসে আমার খোঁজে ঝরা গোলাবে।
আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে।।
বলিও তারে এখানে এসে
ডাকে যেন মোর নাম ধ’রে সে,
রবাব যবে কাঁদিবে রমলা সুরের কোমল রেখাবে।।
তৃষিত মরুর ধুসর গগন
যেমন হেরে মেঘের স্বপন,
তেমনি দারুণ তিয়াসা লয়ে কাটিল আমার বিফল জীবন –
একটি ফোঁটা আঁখি–জল ঝরে যেন তার হাতের শরাবে।।