বন-কুন্তল এলায়ে বন শবরী ঝুরে সকরুণ সুরে।
বিষাদিত ছায়া তার চৈতালী সন্ধ্যার....
Song details
Song -বন-কুন্তল এলায়ে বন শবরী ঝুরে সকরুণ সুরে | Bano-Kuntalo Elaye
Singers - Debabrata Biswas
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
বন-কুন্তল এলায়ে বন শবরী ঝুরে সকরুণ সুরে।
বিষাদিত ছায়া তার চৈতালী সন্ধ্যার চাঁদের মুকুরে।।
চপলতা বিসরি যেন বন-যৌবন
বিরহ-ক্ষীণ আজি উদাস উন্মন,
তোলে না ঝঙ্কার আর ঝরা পাতার মর্মর নূপুরে।।
যে কুহু কুহরিত মধুর পঞ্চমে বিভোর ভাবে,
ভগ্ন কণ্ঠে তার থেমে যায় সুর করুণ রেখাবে।
কোন বন-শিকারীর অকরুণ তীর
আলো হ’রে নিল ওই উজল আঁখির –
ফেলে যাওয়া বাঁশি তা’র অঞ্চলে লুকায়ে –
গিরি–দরি–প্রান্তরে খোঁজে সে নিঠুরে।।
- তৌহিদেরো মুর্শিদ আমার মোহাম্মদের নাম | TAUHIDERI MURSHID AMAR MOHAMMADER NAAM
- থাক্ এ গৃহ ঘিরিয়া সদা মঙ্গল কল্যাণ হে ভগবান | Thak E Ghiriya Shoddo Mongol
- নিশি-ভোরে অশান্ত ধারায় ঝরঝর বারি ঝরে | NISHI BHORE ASHANTA DHARAY
- পরি’ জাফরানি ঘাগরি চলে শিরাজের পরী | Pori Jafrani Ghagri Chole Sherajer Pori
- বেণুকার বনে কাঁদে বাতাস বিধুর | BENUKAR BONE KNADE BATASH BIDHUR
- ভুলে যেয়ো, ভুলে যেয়ো সেদিন যদি পড়ে আমায় মনে | Bhule Jeo Bhule Jeo Sedin Jadi Pare Amay Mone