ব্রজলীলে একি লীলে
কৃষ্ণ গোপীকারে জানাইলে।।
যারে নিজ শক্তিতে গঠলেন নারায়ণ
আবার গুরু বলে....
Song details
Song -ব্রজলীলে একি লীলে
Singers - Rowson Fakir
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
ব্রজলীলে একি লীলে
কৃষ্ণ গোপীকারে জানাইলে।।
যারে নিজ শক্তিতে গঠলেন নারায়ণ
আবার গুরু বলে ভজলেন তার চরণ।
একি ব্যবহার শুনতে চমৎকার
জীবের বোঝা ভার ভূমণ্ডলে।।
লীলা দেখিয়ে কম্পিত ব্রজধাম
নারীর মান ঘুচাইতে যোগী হলেন শ্যাম।
দুর্জয় মানের দায় বাঁকা শ্যামরায়
নারীর পাদপদ্ম মাথায় নিলে।।
ত্রিজগতের চিন্তা শ্রীহরি
আজ কি নারীর চিন্তায় হলেন গো হরি।
অসম্ভব বচন ভেবে কয় লালন
রাধার দাসখতে সাঁই বিকাইলে।।