মায়া মায়া লাগে লিরিক্স:
চাঁদ হেসে যায় তোমার মুখটায়
কেন তুমি আসোনি আগে?
মায়া মায়া লাগে, মায়া মায়া জাগে
ভাসালে আমাকে...
ও প্রেমের দোকানদার
ও প্রেমের দোকানদার
তুমি প্রেম পিরিতি নিয়ে কেন
করো কারবার
ও প্রেমের...
ভালবাসা অধরা, মেঘলা আকাশ
সৃতির বৃষ্টিতে দুচোখের অবগাহন
ভালবাসা, ভালবাসা হৃদয়ে দুখেরী বাহন
ভালবাসা, ভালবাসা...
ছিলনা যাবার কথা তবু চলে গেলে,
মাঝরাতে ঘুম ভেঙ্গে কাঁদাবে বলে.
(হুম… হুম……)
ছিলনা যাবার কথা তবু চলে গেলে,
মাঝরাতে ঘুম...
এই রাতে দূরে থেকোনা
ভালবেসে কিছু বলোনা
আজ এ মন ছুয়ে যাক-না তো্মার
বইছে মাতাল হাওয়া
...