আমি আছি থাকবো ভালোবেসে মরবো,
দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না
আঁচলে....
Song details
Song -আমি আছি থাকবো ভালোবেসে মরবো
Singers - Sabina Yasmin
Lyrics - Amjad Hossain

For more details click here
Lyrics
আমি আছি থাকবো ভালোবেসে মরবো,
দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না
আঁচলে ফুল রেখেছি তোমায় দেব বলে
কপালে টিপ দিয়েছি যাব সময় হলে
দোহাই লাগে তোমার ঘরের বাহির কইর না
দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না
আগুনে ঝাঁপ দিয়েছি, পুড়ে যাব বলে
ভালবাসার সুখ নেব আমি জ্বলে জ্বলে
দোহাই লাগে তোমার কলঙ্কে নাম দিও না
দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না
……………………………………………..
• শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
• অ্যালবাম: কাঁচের হৃদয়
• সুরকারঃ আলাউদ্দিন আলী
• গীতিকারঃ আমজাদ হোসেন
• ছায়াছবি :সুন্দরী (১৯৭৯)