কালো মাইয়া কালো বইলা
কইরো না যে হেলা
ওরে সাদা মুখে নাইরে যাহা
কাল তে যে আছে তাহা
ও কি হায়...
নেমেছে বিরহের আঁধার,
নিভে গেছে আলোর দেয়ালি।।
নিশ্চুপ চারিধার…ঘুমিয়ে পড়েছে ধরণী।।
নেমেছে বিরহের আঁধার,
নিভে গেছে আলোর দেয়ালি।...
অন্তর দিলাম বিছাইয়া
বইসা লওনা জিরাইয়া
যদি তোমার চাই মনে
পরান রাইখা পরানে
নয়ন রাইখা নয়নে...