কলেজের করিডোরে দেখেছি
চোখ দুটি ছিল যার সুন্দর
মোনালিসা হাসি দিয়ে বেধেছে
সে যে এই বিরহের অন্তর
সে যে এই বিরহের....
Song details
Song -কলেজের করিডোরে দেখেছি
Singers - Band : Souls (Tapan Chowdhury)
Lyrics - Souls

For more details click here
Lyrics
কলেজের করিডোরে দেখেছি
চোখ দুটি ছিল যার সুন্দর
মোনালিসা হাসি দিয়ে বেধেছে
সে যে এই বিরহের অন্তর
সে যে এই বিরহের অন্তর
আলাপের প্রয়োজনে একদিন
শিরিশ গাছের নিচে দাড়িয়ে
নির্জনে একা পেয়ে বল্লাম
লজ্জার আবরন সরিয়ে
তুমিতো বোঝালে
জীবনের মানে কত সুন্দর
কলেজের করিডোরে দেখেছি
চোখ দুটি ছিল যার সুন্দর
মোনালিসা হাসি দিয়ে বেধেছে
সে যে এই বিরহের অন্তর
সে যে এই বিরহের অন্তর
দুপুরের খররোদে সেইতো
দিঘীর জলের মতো সান্ত
দুজনেই মুখোমুখি দাড়িয়ে
মুখে নেই নেই কোন শব্দ
তুমিতো হারালে
আমাকেই দিয়ে কিছু রোদ্দুর
কলেজের করিডোরে দেখেছি
চোখ দুটি ছিল যার সুন্দর
মোনালিসা হাসি দিয়ে বেধেছে
সে যে এই বিরহের অন্তর
সে যে এই বিরহের অন্তর