অবাক ভালোবাসা
অবাক ভালোবাসা লিরিক্স:
[Verse 1: Babna Karim]
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারারা
সব শব্দ থেমে...
অবাক ভালোবাসা লিরিক্স:
[Verse 1: Babna Karim]
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারারা
সব শব্দ থেমে...
প্রতি রবিবারে তেবারিয়ার হাটে
তেবারিয়ার হাটে তেঁতুলতলায়
২৫ বছর ধরে এক জায়গায় বসে
হৃদয়ের ক্ষত আছে যার যত
মালিশে ঢেকে দেয়...
হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার
নাচে গানে মত মাতবে সবার
চারিদিকে দর্শক করে থৈ থৈ
নাচ দেখে গান শোনে...
কালো মাইয়া কালো বইলা
কইরো না যে হেলা
ওরে সাদা মুখে নাইরে যাহা
কাল তে যে আছে তাহা
ও কি হায়...
ঘুমে ঘুমে পালকী চড়ে
যেতে হবে অন্ধ ঘরে
ঘরের ভেতর আলো নাই
আলো নাই
বন্ধু ভালো নাই
বোকা মানুষ শূন্য হাতে
শুয়ে মাটির...
নেমেছে বিরহের আঁধার,
নিভে গেছে আলোর দেয়ালি।।
নিশ্চুপ চারিধার…ঘুমিয়ে পড়েছে ধরণী।।
নেমেছে বিরহের আঁধার,
নিভে গেছে আলোর দেয়ালি।...