খোদা এই গরীবের শোন শোন মোনাজাত।
দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবণ-ভাত।।
মাঠে সোনার ফসল....
Song details
Song -খোদা এই গরীবের শোন মোনাজাত | Khoda Ei Goriber Shono Monazat
Singers - Ferdous Ara
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
খোদা এই গরীবের শোন শোন মোনাজাত।
দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবণ-ভাত।।
মাঠে সোনার ফসল দিও,
দিও গৃহ ভরা বন্ধু প্রিয়, দিও
হৃদয় ভরা শান্তি দিও – (খোদা) সেই তো আমার আবহায়াত।।
আমায় দিয়ে কারুর ক্ষতি হয় না যেন দুনিয়ায়,
আমি কারুর ভয় না করি, মোরেও কেহ ভয় না পায়, খোদা।
(যবে) মস্জিদে যাই তোমারি টানে
(যেন) মন নাহি ধায় দুনিয়া পানে
আমি ঈদের চাঁদ দেখি যেন আস্লে দুখের আঁধার রাত।।
- এ বড় আজব কুদরতি | E Boro Ajob Kudroti
- আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই | Ajgobi Boiraggo Leela Dekhte Pai
- মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা | Mayere Vojile Hoy Tar Babar Thikana
- বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল | Banglar Mati Banglar Jol
- অয়ি ভুবনমনোমোহিনী মা | Oi Bhuban Monomohini Ma
- আগুনে হল আগুনময় | Agune Holo Agunmoy