ফুলের জলসায় নীরব কেন কবি?
ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি
নীরব কেন....
Song details
Song -ফুলের জলসায় নীরব কেন কবি | Phooler Jalshay Nirob Keno
Singers - Ferdous Ara
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
ফুলের জলসায় নীরব কেন কবি?
ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি
নীরব কেন কবি।।
যে বীণা তোমার কোলের কাছে
বুক–ভরা সুর ল’য়ে জাগিয়া আছে,
তোমার পরশে ছড়াক হরষে
আকাশে -বাতাসে তা’র সুরের সুরভি
নীরব কেন কবি।।
তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া অভিমানে রাতে –
গোলাপ হয়ে কাঁদে তাহারই কামনা উদাস–প্রাতে।
ফিরে যে আসিবে না ভোলো তাহারে
চাহ তাহার পানে দাঁড়ায়ে যে দ্বারে,
অস্ত–চাঁদের বাসনা ভুলাতে
অরুণ–অনুরাগে উদিল রবি
নীরব কেন কবি।।