সে রূপ দেখবি যদি নিরবধি
সরল হয়ে থাক।
আয় না চলে ঘোমটা ফেলে
নয়ন....
Song details
Song -সে রূপ দেখবি যদি নিরবধি
Singers - Sohidul Baul
Lyrics - Fakir Lalon Shah

For more details click here
Lyrics
সে রূপ দেখবি যদি নিরবধি
সরল হয়ে থাক।
আয় না চলে ঘোমটা ফেলে
নয়ন ভরে দেখ।।
সরল ভাবে যে তাকাবে
অমনি সে রূপ দেখতে পাবে।
রূপেতে রূপ মিশে যাবে
ঢাকনি দিয়ে ঢাক।।
চাতক পাখির এমনি ধারা
অন্য বারি খায় না তারা।
প্রান থাকিতে জ্যান্তে মরা
ঐ রূপ ডালে বসে ডাক।।
ডাকতে ডাকতে রাগ ধরিবে
হৃৎকমল বিকশিত হবে।
লালন বলে সেই কমলে
হবে মধুর চাক।।