সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
....
Song details
Lyrics
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে
তার গুন গুন মনের গান বাতাসে উড়ে কান পাতো মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে চোখ মেল যদি পার বুঝতে
তার গুন গুন মনের গান বাতাসে উড়ে কান পাতো মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে চোখ মেল যদি পার বুঝতে
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মোরে ডাক দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মোরে ডাক দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন
সে যে বসে আছে … সে যে বসে আছে
সে যে বসে আছে … সে যে বসে আছে
Se Je Boshe Ache Eka Eka Lyrics:
Shey je boshe aachhe eka eka
rongeen shopno taar bunte
shey je cheye aachhe bhoraa chokhe
jaanalaar phaake megh dhorte
shey je boshe aachhe eka eka
rongeen shopno taar bunte
shey je cheye aachhe bhoraa chokhe
jaanalaar phaake megh dhorte
taar goon goon moner gaan baatashe ore
kaan paato mone paabe shuntey
taar ronger tulir naache megheraa chhote
chokh melo jodi paaro bujhte ||
shey je boshe aachhe eka eka
taar shopner kaarkhaana cholche
aar buro buro megheder dol
brishti namaar taal toolchhe ||
shei goon goon moner gaan brishti namaay
top top photaa pore onekkhon
shei brishti bhejaa mone daak diyechhe
bhejaa kaak hoye thaak amaar mon
shei goon goon moner gaan brishti namaay
top top photaa pore onekkhon
shei brishti bhejaa mone daak diyechhe
bhejaa kaak hoye thaak amaar mon
(shey je boshe aachhe… )
(shey je boshe aachhe… )