অনুরাগ নইলে কি সাধন হয়।
সে তো শুধু মুখের কথা নয়।।
বনের পশু....
Song details
Song -অনুরাগ নইলে কি সাধন হয়
Singers - Shofi Mondol
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
অনুরাগ নইলে কি সাধন হয়।
সে তো শুধু মুখের কথা নয়।।
বনের পশু হনুমান
রাম বিনে তার নাইরে ধিয়ান।
কইট্ মনে মুদে নয়ন
অন্যরূপ না ফিরে চায়।।
তার সাক্ষী দেখ চাতকেরে
তৃষ্ণায় জীবন যায় মরে
তবু অন্য বারি খায় না রে
থাকে মেঘের জল আশায়।।
রামদাস মুচির ভক্তিতে
গঙ্গা এল চামকেটোতে
সে রূপ সাধল কত মহতে
লালন কূলে কূলে বায়।।