একটি দুটি ঘুমের গল্প টুকরো অভিমান
ছেড়া ছেড়া সাদাকালো স্বপ্নবতী গান
একটি দুটি ঘুমের গল্প টুকরো অভিমান
ছেড়া....
Song details
Lyrics
একটি দুটি ঘুমের গল্প টুকরো অভিমান
ছেড়া ছেড়া সাদাকালো স্বপ্নবতী গান
একটি দুটি ঘুমের গল্প টুকরো অভিমান
ছেড়া ছেড়া সাদাকালো স্বপ্নবতী গান
পয়মন্ত সম্ভাবনা লজ্জাবতী হাসি
ইচ্ছে করে ডেকে বলি তাকেই ভালবাসি।
ভালবাসি….
এই যে প্রজাপতীর উড়াল লাল টুকটুক ঘুড়ি
গল্প স্বপ্ন আর কবিতায় আকাশ নীলে উড়ি
এই যে প্রজাপতীর উড়াল লাল টুকটুক ঘুড়ি
গল্প স্বপ্ন আর কবিতায় আকাশ নীলে উড়ি
সাগর জলে রোদে ভেজে ভালবাসার নুড়ি…
সাগর জলে রোদে ভেজে ভালবাসার নুড়ি
একটি দুটি ঘুমের গল্প টুকরো অভিমান
ছেড়া ছেড়া সাদাকালো স্বপ্নবতী গান
একটি দুটি ঘুমের গল্প টুকরো অভিমান
ছেড়া ছেড়া সাদাকালো স্বপ্নবতী গান
একটি দুটি হলুদ বিকেল রাত্রি বাড়ায় হাত
অনেক কথা বলতে গিয়ে না বলার উৎপাত 2
ইচ্ছে করে বাজিয়ে তুলি রঙিন কাঁচের চুড়ি। 2
একটি দুটি ঘুমের গল্প টুকরো অভিমান
ছেড়া ছেড়া সাদাকালো স্বপ্নবতী গান
ekti duti ghumer golpoএকটি দুটি ঘুমের গল্প টুকরো অভিমান
ছেড়া ছেড়া সাদাকালো স্বপ্নবতী গান