আজ এইতো প্রথম এমন করে
আমার কাছে এলে,
আকাশ বুঝি তারার প্রদীপ
তাই দিল....
Song details
Song -আজ এইতো প্রথম এমন করে আমার
Singers - Sandhya Mukhopadhyay
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
আজ এইতো প্রথম এমন করে
আমার কাছে এলে,
আকাশ বুঝি তারার প্রদীপ
তাই দিল গো জ্বেলে।
পাখী বলে, আমি দিলাম গান
সুরে সুরে ভরিয়ে তোলে প্রাণ,
ঐ ছড়িয়ে খুশি কি খেলা আজ
বাতাস গেল খেলে।
যেমন করে ভুবন ভরে ফাগুন বেলা আসে,
তারই মত এলে ওগো বন্ধু আমার পাশে।
আমার মালা বলে, কণ্ঠে পেয়ে ঠাঁই
আমি যে আজ ধন্য হতে চাই।
এই লগনে আজ তুমি কি তার
আভাস কিছু পেলে।
………………..
Movie: Indradhanu 1960
Lyric: Gouriprasanna Majumdar
Singer: Sandhya Mukhopadhyay
Music: Robin Chattopaddhay