আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে। (X2)
ঢ্যাম্ কুড়কুড়, ঢ্যাম্ কুড়াকুড়
বাদ্যি বেজেছে।
গাছে শিউলি ফুটেছে
কালো ভোমরা জুটেছে।
গাছে শিউলি ফুটেছে
কালো....
Song details
Lyrics
আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে। (X2)
ঢ্যাম্ কুড়কুড়, ঢ্যাম্ কুড়াকুড়
বাদ্যি বেজেছে।
গাছে শিউলি ফুটেছে
কালো ভোমরা জুটেছে।
গাছে শিউলি ফুটেছে
কালো ভোমরা জুটেছে।
আজ পাল্লা দিয়ে আকাশে
মেঘেরা ছুটেছে।
ও… আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে।
ও মাগো মা দাও না পরিয়ে
নতুন জামা ফ্রক দাওনা পরিয়ে (X2)
নতুন নতুন গয়না যা দিয়েছ গড়িয়ে।
নতুন নতুন গয়না যা দিয়েছ গড়িয়ে।
আজ সবার সাথে আনন্দেতে যাই না বেরিয়ে।
ও…. আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে।
কাঁদছ কেন আজ ময়না-পাড়ার মেয়ে
নতুন জামা ফ্রক পাওনি বুঝি চেয়ে? (X2)
আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে।
আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে।
আজ হাসি-খুশি মিথ্যে হবে তোমাকে বাদ দিয়ে।
ও… আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে। (X2)
ঢ্যাম্ কুড়কুড়, ঢ্যাম্ কুড়াকুড়
বাদ্যি বেজেছে।
গাছে শিউলি ফুটেছে
কালো ভোমরা জুটেছে।
গাছে শিউলি ফুটেছে
কালো ভোমরা জুটেছে।
আজ পাল্লা দিয়ে আকাশে
মেঘেরা ছুটেছে।
ও… আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে।
পুজোর গন্ধ এসেছে….
Aay Re Chute Aay Leyrcs:
O… Aay re Chute Aay
Pujor Gondho Esheche
Dhang Kur Kur Dhang Kura kur
Baddi Bejeche
Gache Shiuli Futeche
Kalo Bhromra Juteche
Gache Siuli Futeche
Kalo Bhromra Juteche
Aaj Palla Diye Akashe
Meghera Chuteche
O Ayere Chute Aye
Pujor Gondho Esheche
………………………………….
Song : আয় রে ছুটে আয় | Aay Re Chute Aay
Singer: Antara Chowdhury
Lyrics: Salil Chowdhury
Composition: Salil Chowdhury