[আহা ছল করে জল আনতে
আমি যমুনাতে যাই]-২
আহা যমুনাতে যাই
[যমুনাতে যাই গো....
Song details
Song -আহা ছল করে জল আনতে আমি
Singers - Chhaya Devi
Lyrics - Tapan Sinha
Lyrics
[আহা ছল করে জল আনতে
আমি যমুনাতে যাই]-২
আহা যমুনাতে যাই
[যমুনাতে যাই গো আমি]-২
যাই গো যমুনায়
আহা ছল করে জল আনতে
[আমি যমুনাতে যাই]-৩
[সে আছে দাঁড়িয়ে পথে
বাঁশিখানি নিয়ে হাতে]-২
[শেকল বেঁধে রাখে ঘরে]-২
শেকল ভেঙ্গে যাই
আমি শেকল ভেঙ্গে যাই
আহা ছল করে জল আনতে
[আমি যমুনাতে যাই]-৩
[ছল চাতুরী করব যত
মিছের বোঝা বাড়ে তত]-২
[মনে ভাবি যাবো না আর]-২
টেনে নিয়ে যায়
বাঁশি টেনে নিয়ে যায়
আহা ছল করে জল আনতে
আমি যমুনাতে যাই
হুঁ আমি যমুনাতে যাই
[যমুনাতে যাই গো আমি]-২
যাই গো যমুনায়
আহা ছল করে জল আনতে
[আমি যমুনাতে যাই]-৩
…………………
Song : Aha Chhal Kore Jal Aante
Movie : Harmonium
Artist : Chhaya Devi
Music Director : Tapan Sinha
Lyricist : Tapan Kumar Sinha
Release : 1976
Director : Tapan Singha