এই রাতে দূরে থেকোনা
ভালবেসে কিছু বলোনা
আজ এ মন ছুয়ে যাক-না তো্মার
বইছে মাতাল হাওয়া
....
Song details
Lyrics
এই রাতে দূরে থেকোনা
ভালবেসে কিছু বলোনা
আজ এ মন ছুয়ে যাক-না তো্মার
বইছে মাতাল হাওয়া
ঝলছে সনধ্যা তারা
বনধু ছাড়া এ মন মানেনা
এই রাতে দূরে থেকোনা
ভালবেসে কিছু বলোনা
আজ এ মন ছুয়ে যাক-না তোমার
হৃদয়ের সাজানো উপমা
সে যে একাকি ডানা মেলে জোছনা
উড়ছে মেঘের ভেলা
নামছে স্রাবন ধারা
বন্ধু কাছে তুমি-ই আসোনা
এই রাতে দূরে থেকোনা
ভালবেসে কিছু বলোনা
আজ এ মন ছুয়ে যাক-না তোমার
ও-ও-ওও
রা রা রা
আ হা হা ……হা আ
প্রেমেরি অকানন হয় আলপনা
সে যে নিরবে রঙ মাখে জানেনা
ভাঙছে নীরবতা
মন যে দিশেহারা
বন্ধু চলে তুমি যেওনা
এই রাতে দূরে থেকোনা
ভালবেসে কিছু বলোনা
আজ এ মন ছুয়ে যাক-না তোমার
…………………..
Song: Ai Rate Dure Theko Na | এই রাতে দূরে থেকোনা
Singer: Habib Wahid FT Nancy | ন্যান্সি
Lyrics: Sohel Arman | সোহেল আরমান
Music & Tune: Habib Wahid | হাবিব ওয়াহিদ
Album: Valobasha Odhora | ভালবাসা আধরা