আজ আকাশ আমায় ডাক দিয়েছে
নতুন নিমন্ত্রণে
বাতাস আমায় জড়িয়ে ধরে
প্রাণের আলিঙ্গনে।
আমায় ডাক দিয়েছে ....
Song details
Song -আজ আকাশ আমায় ডাক দিয়েছে
Singers - Gauri Prasanna Mazumder
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
আজ আকাশ আমায় ডাক দিয়েছে
নতুন নিমন্ত্রণে
বাতাস আমায় জড়িয়ে ধরে
প্রাণের আলিঙ্গনে।
আমায় ডাক দিয়েছে
.. ডাক দিয়েছে
ঘর ছেড়ে আজ তাই
আমি বাইরে পেলাম ঠাঁই
আমার মুগ্ধ হৃদয় কণ্ঠ মিলায়
অলির গুঞ্জরণে।
আজ প্রাণের খুশি
গানের খেয়ায় পাল তোলে—
মোর সপ্ত সুরের সপ্তডিঙ্গা।
তাই দোলে।
আমার মুক্তিভরা দিন
আজ তাই যে ভাবনাহীন
রাখাল ছেলে মন কেড়ে নেয়
বাঁশীর সম্ভাষণে।
……………………..
Song : Dak Diyeche
গান : ডাক দিয়েছে
Movie : Kathin Maya
Artist : Dwijen Mukhopadhyay
Music Director : Kalipada Sen
Lyricist : Gauri Prasanna Mazumder