আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই।
হাত বানানো চুল দাড়ি জট
কোন ভাবুকের ভাব....
Song details
Song -আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই
Singers - Masum Baul
Lyrics - Fakir Lalon Shah
Lyrics
আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই।
হাত বানানো চুল দাড়ি জট
কোন ভাবুকের ভাব রে ভাই।।
যাত্রাদলেতে দেখি
বেশ করিয়ে হয় রে যোগী।
এসব হলো জাল বৈরাগী
বাসায় গেলে কিছু নাই।।
ফকির বৈষ্ণবের তরে
ভক্তিকে ভৎসনা করে।
এরা কি বুঝে বেহাল পরে
বললে কিছু শুনতে পাই।।
না জানি এই কলির শেষে
আর কত রঙ উঠবে দেশে
লালন ভেড়োর দিন গিয়েছে
যে বাঁচবে সে দেখবে ভাই।।