আজব গাঁয়ের আজব কথা
শুনবে কি তার বুকের ব্যথা ?
আজব গাঁয়ের আজব কথা
শুনবে কি....
Song details
Song -আজব গাঁয়ের আজব কথা
Lyrics - Tapan Sinha
Lyrics
আজব গাঁয়ের আজব কথা
শুনবে কি তার বুকের ব্যথা ?
আজব গাঁয়ের আজব কথা
শুনবে কি তার বুকের ব্যথা ?
ব্যথা ঝরে আনন্দেরই জলে
সেই জল ছিটিয়ে যাব চলে
আজব গাঁয়ের আজব কথা |
আজব গাঁয়ে বুঝত না কেউ
শুনত না কেউ কারো কথা
ব্যথার কথা, দুখের কথা,
মনের কথা, প্রেমের কথা,
শুনত না কেউ কারো কথা,
সবাই থাকে নিজের তালে,
সবাই বলে নিজের কথা
আজব গাঁয়ের আজব কথা |
আজব গাঁয়ের মরণ-বাঁচন
ভুলে করে নাচন-কোঁদন
তাতে যদি গাঁ থাকে তো ভালো,
নইলে সবাই কলকাতা চলো |
শহরের কথা বলতে লাগে ভয়
সেথা বাতাসা খাবে, বাতাস নাহি বয়,
পেটের ব্যারাম, পেটের ব্যারাম,
সারা শহরময়
শহরের কথা তাই বলতে লাগে ভয় |
আজব গাঁয়ে আসতে যদি চাও
………………..
কথা : তপন সিংহ
চলচ্চিত্র : আজব গাঁয়ের আজব কথা