আজব রঙ ফকিরি
সাদা সোহাগিনী সাঁই।
তার....
Song details
Song -আজব রঙ ফকিরি
Singers - Fakir Nahir Shah
Lyrics - Fakir Lalon Shah

For more details click here
Lyrics
আজব রঙ ফকিরি
সাদা সোহাগিনী সাঁই।
তার চুড়ি শাড়ি ফকিরি ভেদ
কে বুঝিবে তাই।।
সর্বকেশী মুখে দাড়ি
পরনে তার চুড়ি শাড়ি।
কোথা হলে এলো এ সিঁড়ি
জানতে উচিত চাই।।
ফকিরি গোরের মাঝার
দেখ রে করিয়ে বিচার।
সাদা সোহাগিনী সবার উপর
আধ ঘর শুনতে পাই।।
সাদা সোহাগিনীর ভাবে
প্রকৃতি হইতে হবে।
লালন কয় মন পাবি তবে
ভাবসমুদ্রে ঠাঁই।।