আকাশ হতে খসল তারা আঁধার রাতে পথহারা॥
প্রভাত তারে খুঁজতে যাবে– ধরার ধুলায় খুঁজে....
Song details
Song -আকাশ হতে খসল তারা | Akash Hote Khoslo Tara
Singers - Rezwana Choudhury Bannya
Lyrics - Rabindranath Tagore
Lyrics
আকাশ হতে খসল তারা আঁধার রাতে পথহারা॥
প্রভাত তারে খুঁজতে যাবে– ধরার ধুলায় খুঁজে পাবে
তৃণে তৃণে শিশিরধারা॥
দুখের পথে গেল চলে– নিবল আলো মরল জ্বলে।
রবির আলো নেমে এসে মিলিয়ে নেবে ভালোবেসে,
দুঃখ তখন হবে সারা॥
- মনের হলো মতিমন্দ | Moner Holo Moti Mondo
- শুদ্ধ প্রেম সাধলো যারা কামরতি রাখলো কোথা | Shuddho Prem Shadhle Jara
- এসো দয়াল আমায় পার কর ভবের ঘাটে | Eso Doyal Amay Par Koro Bhaber Ghate
- মিলন হবে কত দিনে | Milan Habe Kato Dine
- বেদে কি তার মর্ম জানে | Vede Ki Tar Marma Jane
- অন্তর মম বিকশিত করো অন্তরতর হে |Antaro Mamo Bikasito Koro