আকাশের অস্তরাগে
আমারই স্বপ্ন জাগে,
তাই কি হৃদয়ে দোলা লাগে।
আজ কান পেতে শুনেছি....
Song details
Song -আকাশের অস্তরাগে আমারই স্বপ্ন জাগে
Singers - Sandhya Mukhopadhyay
Lyrics - Gauri Prasanna Mazumder
Lyrics
আকাশের অস্তরাগে
আমারই স্বপ্ন জাগে,
তাই কি হৃদয়ে দোলা লাগে।
আজ কান পেতে শুনেছি আমি
মাধবীর কানে কানে কহিছে ভ্রমর,
“আমি তোমারই”,
সেই সুরে স্বপ্নের মায়াজাল বুনেছি আমি
মনে হয় এ লগন আসেনি আগে।
এবার বুঝেছি আমি
চাঁদ কেন চেয়ে থাকে চকোরীর পানে,
আমি যে তোমারই ওগো
বলি কানে কানে।
আজ কান পেতে শুনেছি আমি
সাগরের কানে কানে তটিনী বলে,
“আমি তোমারই”,
কি আশায় তিয়াসায় দিন শুধু গুনেছি আমি
বাতাসের বাঁশী বাজে কি অনুরাগে।
………………
Song: Akasher Astarage
Film Title: Suryamukhi
Artist: Sandhya Mukherjee
Music Director: Hemanta Mukherjee
Lyricist: Gauriprasanna Mazumder
Filmstar: Abhi Bhattacharya/Sandhyarani/Bikash Roy
Director: Bikash Roy